ওয়াশিংটন : মঙ্গলে প্রাণের খোঁজ বরাবর করে এসেছেন বিজ্ঞানীরা। তবে এই প্রথম তাঁদের হাতে এল মঙ্গলের বায়ুমন্ডলের শব্দ। বলা ভালো পৃথিবীকে মঙ্গলের শব্দ শোনাল নাসার (NASA) পারসিভিয়ারেন্স (Perseverance Rover)। মঙ্গলের পৃষ্ঠে হাঁটছে পারসিভিয়ারেন্স, সেই শব্দ রেকর্ড করে পাঠিয়েছে এই মহাকাশযান।
দুটি অডিও রেকর্ডিং হাতে এসেছে নাসার বিজ্ঞানীদের। লাল গ্রহে হাওয়ার জোর কতটা, এই রেকর্ডিংয়ে তার প্রমাণ মিলেছে। হাওয়ার শব্দের সঙ্গে পারসিভিয়ারেন্স চলার শব্দ মিশ্রিত হয়ে রেকর্ড হয়েছে। সেই রেকর্ডিং প্রকাশ করেছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (Jet Propulsion Laboratory) বা জেপিএল।
🔊 Hear that? That’s the sound of me driving over Martian rocks. This is the first time we’ve captured sounds while driving on Mars.
Read full story: https://t.co/oqdnCJShjm pic.twitter.com/yKwypUSnE7
— NASA’s Perseverance Mars Rover (@NASAPersevere) March 17, 2021
এই শব্দ রেকর্ডিং করা হয়েছে পারসিভিয়ারেন্স রোভারের সুপার ক্যাম মাইক্রোফোনে। এরই সঙ্গে রেকর্ড করা হয়েছে মঙ্গলের লেসার শটের কিছু দৃশ্য। নাসার ট্যুইটারে সেই দৃশ্য তুলে ধরা হয়েছে। পৃথিবীর পৃষ্ঠের শব্দের থেকে বেশ কিছুটা পার্থক্য রয়েছে মঙ্গলের থেকে পাওয়া শব্দের, জানিয়েছেন বিজ্ঞানীরা।
রোভারটি ১৬ মিনিটের একটি র ফুটেজ পাঠিয়েছে। যেখানে চলার দৃশ্যের সাথেই ধরা পড়েছে মঙ্গলের শব্দ। এর আগে, ১৮ই ফেব্রুয়ারি নাসা পারসিভিয়ারেন্স রোভারের হাইরাইস (High Resolution Imaging Experiment (HiRISE)) ক্যামেরায় তোলা ছবি প্রকাশ করে। মঙ্গলগ্রহে গভীর এক গর্তে নেমেছে রোবট। জানা গিয়েছে, ছয় চাকার এই যান আগামী দু’বছর মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহের কাজ করবে। মঙ্গলের বিভিন্ন প্রান্তে প্রাণের সন্ধান চালাবে এই মহাকাশযানটি। অতীতেও মঙ্গলে অণুজীবের অস্তিত্ব ছিল কিনা তার সন্ধান চালাবে নাসার পাঠানো এই রোভার।
হাই রেজোলিউশন ইমাজিং এক্সপেরিমেন্ট বা হাইরাইস ক্যামেরায় দেখা গিয়েছে প্যারাশুটের ছবি। এই ক্যামেরা পারসিভিয়ারেন্স থেকে ৪৩৫ মাইল দূরে রয়েছে। প্রতি ঘন্টায় ৬৭৫০ মাইল বা প্রতি সেকেন্ডে ৩ কিলোমিটার পথ অতিক্রম করছে।
নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, রোভারটি মঙ্গলগ্রহের উপরে থাকা ব-দ্বীপের মত চেহারার একটি অংশের দুই কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবতরণ করেছে। আগামী দু বছর এই এলাকাটিতেই পারসিভেয়ারেন্স প্রাণের সন্ধান চালাবে। নাসার বিজ্ঞানীদের অনুমান, মঙ্গলগ্রহে পাথরের যে কোনও রকম অণুজীবের অস্তিত্ব সংরক্ষণের ক্ষমতা রয়েছে। ফলে অতীতে যদি মঙ্গলে প্রাণের অস্তিত্ব থেকেও থাকে, তাহলে এই পাথরের মধ্যে তার ইঙ্গিত মেলার আশা করছেন বিজ্ঞানীরা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.