মাওবাদীদের কাছে ভোট প্রার্থনা
মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হারাতে কেশিয়াড়ির সভা থেকে মাওবাদীদের কাছে ভোট ভিক্ষা করলেন। তিনি বলেছেন মাওবাদীরা সিপিএম-কংগ্রেসকে ভোট দেবেন না। তাহলে বিজেপিকে বাংলা থেকে তাড়ানো যাবে না। বিজেপিকে তাড়াতে হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বুথে গিয়ে ভোট িদন না হলে বিজেপি ভোটার তালিকা থেকে নাম কেটে দেবে।
ভোট কেনার চেষ্টা করছে বিজেপি
কেশিয়াড়ির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপি ভোট কেনার চেষ্টা করছে। সেকারণে গ্রামে গ্রামে গিয়ে টাকা ছড়াচ্ছে আর বিজেপিকে ভোট দিতে বলছেন। সেই টাকা নিয়ে ভোট বাক্সে তৃণমূল কংগ্রেস ৃকে ভোট দিতে বলেছেন মমতা। বিজেপি যতই ভোট েকনার চেষ্টা করুন ভোট কখনও কেনা যায় না। ভোট মানুষের সম্পদ। বাংলাতে কোনও ভাবেই এনপিআর হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
মমতার চ্যালেঞ্জ
কেশিয়াড়ির সভা থেকে বিজেপিকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন, পায়ের আঘাতের বদলা মা-বোনেদের পায়ে সম্মান জানিয়ে উসুল করব। নন্দীগ্রাম কাণ্ডের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। হামলার পর বিজেপি কুৎসা করছে। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ করে বিজেপি। এই নিয়ে কমিশনের সঙ্গে শাসক দলের প্রবল বিরোধ তৈরি হয়েছে।
বিজেপি টুকলি করছে
বিজেপি টুকলি করছে বলে কেশিয়াড়ির সভা থেকে অভিযোগ করেছথেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন। মমতা ব্যানার্জি মানে বাংলার এনার্জি। কোনও ভাবেই বিজেপিকে বাংলা দখল করতে দেব না হুঙ্কার দিয়েছেন মমতা। রেশন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া েথকে শুরু করে বাড়ির কর্তৃদের হাতে ৫০০ টাকা করে হাতখরচা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।