নয়াদিল্লি : এতদিনে ‘রাম’ প্রাপ্তি ঘটল বিজেপির। টেলিভিশন সিরিয়ালের প্রখ্যাত অভিনেতা অরুণ গোভিল বিজেপিতে যোগ দিলেন। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেন রামায়ণ সিরিয়াল খ্যাত অভিনেতা অরুণ গোভিল। দিল্লির বিজেপির সদর দফতরে অরুণ গোভিল নেত্রী দেবশ্রী চৌধুরীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন।

এই অভিনেতা বিজেপির হয়ে প্রচারে নামতে পারেন বলে সূত্রের খবর। উল্লেখ্য সামনেই চারটি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন। নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গ, অসম, তামিল নাড়ু, কেরল ও পুদুচেরিতে।

Actor Arun Govil joins BJP at party headquarters in New Delhi. #JoinBJP pic.twitter.com/eiI1aCdRRt

— BJP (@BJP4India) March 18, 2021

রামায়ণ সিরিয়ালকে ভারতীয় টেলিভিশনের ইতিহাসের অন্যতম সফল ধারাবাহিক হিসেবে ধরা হয়। এই সিরিয়ালে রাম চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল। তখনকার অন্যতম সফল অভিনেতা বলা হত অরুণ গোভিলকে। নিজের অভিনেতা জীবনের সূচনা করেছিলেন অরুণ ১৯৭৭ সালে। তারাদাঁদ বরজাতিয়ার পহেলি ধারাবাহিকে প্রথম দেখা যায় তাঁকে। এছাড়াও সাওন কো আনে দো সমেত বেশ কয়েকটি সিরিয়ালে তাঁকে দেখা যায়।

এদিকে, বিজেপি-র আরও ১৪৮ জন প্রার্থীর নামের তালিকায় প্রকাশ হলো বৃহস্পতিবার। ফের একুশের বিধানসভা ভোটের প্রার্থী করা হলো বিজেপি-র একাধিক সাংসদ, দলের গুরুত্বপূর্ণ সদস্যকে। আর মুখ পুড়লো এই কারণে চৌরঙ্গী বিধানসভা থেকে সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রকে প্রার্থী করার পর শিখা মিত্র জানিয়েছেন তাঁকে না জানিয়েই প্রার্থী করা হয়েছে। তিনি বিজেপি করেন না। বিজেপি-র প্রার্থীও নয়। একই ভাবে তরুণ সাহার নাম এসেছে প্রার্থী তালিকায়। তিনিও জানিয়েছেন তিনি জানিয়েছেন তিনি বিজেপি-র সঙ্গে যুক্ত নয়।

তবে এই তালিকায় যেমন চমক রয়েছে আবার এই তালিকায় মুখ পুড়েছে বিজেপি-র। চমক হচ্ছে ভবানীপুরে বিজেপি প্রার্থী হয়েছেন অভিনেতা ও সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষ। প্রার্থী তালিকায় রয়েছেন মুকুল রায়, রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পল, পর্ণ মিত্র।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।