বিশ্বকাপের আগে কোন দুই দেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে ভারত? কী বলছে রিপোর্ট

দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে ভারতীয় ক্রিকেট দল। হার-জিতের নিরিখে ২-১ ফলাফলে পিছিয়ে রয়েছেন বিরাট কোহলিরা। ঘুরে দাঁড়াতে আজকের ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। সিরিজে কব্জা করতে এই ম্যাচ জিততেই হবে বিরাট কোহলি শিবিরকে। সেই আবহেই এক সূত্র মারফত জানা গিয়েছে যে চলতি বছরের শেষে বিশ্বকাপ শুরুর আগে আরও দুই দেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

দুই দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ

চলতি বছরের অক্টোবরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। তারই প্রস্তুতি হিসেবে ওই টুর্নামেন্ট শুরুর আগে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভারের সিরিজ খেলবে বলে বিসিসিআই সূত্রে খবর। এই ইস্যুতে দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে জয় শাহদের প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে বলে সূত্রের খবর।

প্রস্তুতি ভালই হবে

বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলগুলির মধ্যে অন্যতম নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই দুই দলের সঙ্গে পাঞ্জা কষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার প্রস্তুতি দুর্দান্ত হবে বলেই বিশ্বাস করে বিসিসিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

চলতি বছরের ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা টুর্নামেন্ট। ২০ ওভারের এই বিশ্ব টুর্নামেন্টে মোট ১৬টি দেশ অংশ নিতে চলেছে। সম্পূর্ণ সূচি কয়েক দিন পরেই প্রকাশ করবে আইসিসি।

মাস্ট উইন ম্যাচ

আর কয়েক ঘণ্টার মধ্যেই আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে। সিরিজে টিকে থাকতে আজ জিততেই হবে বিরাট কোহলি শিবিরকে। তবে লড়াইয়ে যে ইংল্যান্ডেরই পাল্লা ভারী থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

More BCCI News