আরও এক অতিমারীর আশঙ্কা নয়া 'সুপারবাগ' ঘিরে, যার চিহ্ন মিলল ভারতে

বিজ্ঞানীজের একটি তাবড় আবিষ্কার হিসাবে উঠে আসছে নয়া সুপারবাগ। এরমধ্যে রয়েছে এমন এক ক্ষমতা যা বহু ওষুধকে কার্যকরী হতে দেয় না। আর এবার তার চিহ্ন মিলল ভারত। এর আগে তার চিহ্ন ইউকে ,কানাডায় পাওয়া গিয়েছে। এবার তাকে পাওয়া গেল ভারতে।

ভারতের কোথায় মিলল এই সুপারবাগ?

জানা গিয়েছে দিল্লি বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপক অনুরাধা চৌধুরীর টিম আন্দামান নিকোবরের উপকূলে এই সুরবাগকে খুঁজে পেয়েছে। তার ৪৮ টি নমুনা সংগ্রহ করেছে তারা। এই সুপারবাগ সি অরিস নামে পরিচিত।

এই সুপারবাগ ছড়াতে সাহায্য করতে পারে করোনা!

প্রসঙ্গত, এই সুপারবাগ ছড়াতে যে পরিবেশ লাগে তা এক কথায় তৈরি করে দিয়েছে করোনার অতিমারী। আর তার জেরেই সি অরিস আরও প্রবল বেগে ছড়িয়ে পড়ছে। মূলত, যে উপকূলে পাথর রয়েছে বা ম্যানগ্রোফ রয়েছে সেখানে এর ছড়িয়ে পড়া সহজ বলে খবর।

সি অরিস কীভাবে আক্রমণ করে?

ত্বকে কোনও ক্ষত থাকলে,সেখান দিয়ে এই সুপারবাগ ঢুকে পড়ে। তারপর তা ত্বকেই থেকে যায়। এর হাত ধরে রক্তের বহু সমস্যা তৈরি করে এই সুপারবাগ। আর এঅ সুপারবাগ এখনও পর্যন্ত বিশ্বের ১১ মিলিয়ন মানুষকে প্রতি বছরই প্রায় মেরে ফেলে।

ভারত ও সুপারবাগ?

কীভাবে সুপারবাগ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে আর ছড়াচ্ছে তা নিয়ে বড়সড় রহস্য উদ্ঘাটন করা এখনও বাকি। তবে গরমের দিকে আবওয়াতে এই বাগ ছড়ায় দাবি অনেকের। এদিকে, আন্দামানের বুকে এই সুপারবাগ প্রকৃতিকভাবে রয়েছে কি না, তা নিয়ে বহু জল্পনা রয়েছে।

অতিমারী নিয়ে জল্পনা

সুপারবাগের প্যাথোজেন নিয়ে

বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন। মনে করা হচ্ছে, সেখান থেকেই এই অতিমারী ছড়াতে পারে। তবে অতি অতিমারীর সম্ভাবনা ঘিরে বহু তদন্ত, গবেষণা এখনও বাকি।

মমতা-শুভেন্দুদের ডুয়েলে বড় ফ্যাক্টর হতে পারে কোন ভোটব্যাঙ্ক, আরও এক 'পরিবর্তন' একুশের জমি তাতাচ্ছে

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

More CORONAVIRUS News