তিনটি চ্যানেলের ৩২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত
সূত্রের খবর, এদিন ফক মারাঠি, বক্স সিনেমা ও মহা মুভি নামে তিনটি চ্যানেলের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। ইডির বিবৃতিতে বলা হয়েছে তিনটি টিভি চ্যানেলই কারচুপি করে টিআরপি বাড়িয়ে দেখাত। দীর্ঘদিন থেকেই তারা এই অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিল। টিআরপি বাড়িয়ে দেখানোর জন্য একাধিক অসৎ পন্থা অবলম্বন করে তারা। এই জালিয়াতির রাস্তাতে হেঁটেই বাড়তি বিজ্ঞাপন আদায় করে নিত সংস্থাগুলি।
একই অভিযোগ রয়েছে রিপাবলিক টিভির বিরুদ্ধেও
ওয়াকিবহাল মহলের ধারণা, টিআরপি বাড়িয়ে দীর্ঘদিন থেকে বাণিজ্যিক ফায়দা লুটছিল রিপাবলিক টিভি। যদিও এই তিনটি চ্যানেলের বিরুদ্ধে টাকা দিয়ে ভিউয়ারশিপ কেনার অভিযোগ আগেই জমা পড়েছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইণ্ডিয়া বা ট্রাইয়ের কাছে। এরপরেই নড়েচড়ে বসে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বিএআরসি।
কী এই টিআরপি ?
প্রসঙ্গত উল্লেখ্য, এই টিআরপি আদপে কোনও চ্যানেলের জনপ্রিয়তার অন্যতম প্রধান মাপকাঠি। সেই বিচারেই বিজ্ঞাপন পেয়ে থাকে কোনও মিডিয়া সংস্থা। এদিকে টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট জানার জন্য নির্দিষ্ট কিছু বাড়িতে বার-ও-মিটার বসায়। কোনও অনুষ্ঠান ও চ্যানেল মানুশ কতক্ষণ দেখছেন তা জানার জন্যউ এই পন্থা। যদিও তা পুরোটাই জনসাধারণের কাছ থাকে গোপন।
কী ভাবে চলচিল কারচুপি ?
এদিকে মুম্বইয়ে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের হয়ে বার-ও-মিটার বসানোর কাজ করে হংস রিসার্চ গ্রুপ লিমিটেড নামে এক সংস্থা। অভিযোগ এই সংস্থার সঙ্গে যোগসাজস করেই বার-ও-মিটার লাগানো বাড়িগুলির ঠিকানা জোগাড় করে নেয় তিন সংস্থা। এরপর সেই বাড়ির মালিকদের টাকার লোভ দিয়ে দীর্ঘক্ষণ তাদের চ্যানেল চালিয়ে রাখতে বলা হয়। এই ভাবই বাড়িয়ে নেওয়া হয় টিআরপি। এদিকে অকই অভিযোগ রয়েছে ‘বিখ্যাত' সাংবাদিক অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভির বিরুদ্ধেও।