'মমতার নির্মম সরকার' কটাক্ষ দিয়ে শুরু করে 'খেলা হবে'র জবাব দিলেন মোদী, পুুরুলিয়ায় চড়ল পারদ

নমোর নজরে জঙ্গলমহল। আর পুরুলিয়ার ভাঙড়ায় নরেন্দ্র মোদীর সফরের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলেছেন জঙ্গলমহল দিয়েই তৃণমূলরে বিজয়রথ শুরু হবে। এই প্রেক্ষাপটে আজ পুরুলিয়ার বুকে মোদী চড়ালেন পারদ।

বাংলায় শুরু ভাষণ

'এই রাঙ্গামাটির বুকে পা রেখে নিজেকে অনেক ভাগ্যশালী মনে করছি। ' বাংলাতেই বক্তব্য শুরু করেন মোদী। এদিন বিরসা মুন্ডা সিধু কানহুর নাম তুলে এদিন প্রণাম জানান মোদী। আর এই খান থেকেই অমিত শাহের বাঁকুড়া সফরে বিরসামুণ্ডার ছবি বিতর্কের অধ্যায় কার্যত ফের উস্কানি পেয়ে যায়। এছাড়াও পুরুলিয়ার বুকে অযোধ্যা নাম প্রসঙ্গে শ্রীরামচন্দ্র ও সীতার কাহিনী তিনি তুলে ধরেন। রামের তীরে অযোধ্য়ায় জল উঠে আসার ঘটনা নিয়ে এদিন মোদী বক্তব্য রাখেন। সমালোচনা করেন পুরুলিয়ার জলসংকট নিয়ে বাম-তৃণমূল কেউ কিছু করেনি।

'দিদির কাছে জবাব'

পুরুলিয়ার জলসংকট নিয়ে দিদিকে জবাব দেওয়ার ডাক দেন মোদী। তিনি বাংলাতেই বলেন,' বছরের পর বছর একটা বাঁধ তৈরি করতে পারলনা এখন বলছে উন্নয়নের কথা ।' তিনি বলেন, তৃণমূলের সরকার নিজের খেলাতেই ব্যাস্ত। ২রা মের পর বিজেপি সরকার আসলে পশ্চিমবঙ্গে ডানকুনি পর্যন্ত রেলের সেকশন যেটা আছে, তাতে কাজ শুরু হবে। পুরুলিয়া ইস্ট করিডরের সঙ্গে সংযুক্ত হবে বলে জানান মোদী।

প্রসঙ্গ পুরুলিয়া

এবছরে কেন্দ্র সরকারের বাজেটে হাইওয়ে উন্নতিতে হাজার কোটি টাকার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ২ রা মের পর পুরুলিয়া সমেত গোটা রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হবে,যাতে মানুষ রোজগারের জন্য বাইরে না যান। ছউ শিল্পীদের মান সম্মান ও সুবিধা দিতে আগ্রহী বিজেপি। 'আপনাদের দুঃখ দিল্লিতে থেকেও আমি বুঝি'। বললেন মোদী ।

প্রসঙ্গ মমতার নির্মম সরকার

মোদী বলেন, গরীবের টাকা আত্নসাক্ষৎ করছেন মমতা। কয়লা মাফিয়া আর বালি মাফিয়ারা কাদের থেকে নিরাপত্তা পেয়েছে সবাই জানে। এছাড়াও মাওবাদী প্রসঙ্গ তুলেও মোদী টার্গেট করেন মমতাকে। মোদী বলেন, 'দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে, দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে।'

'অত্যাচার অনেক করেছ দিদি'

'অত্যাচার অনেক করেছ দিদি।মা দুর্গার আশীর্বাদে করবে তোমায় পরাস্ত' এই বার্তা বাংলায় দিয়েই মোদী বলেন বাংলায় এবার তোলাবাজদের পরাজয় হবে। তৃণমূলের এখন হাতে গোনা দিন। মমতা এটা বুঝেছেন। উনি বলছেন 'খেলা হবে'।

More NARENDRA MODI News