বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে নবান্ন। ফের রাজ্যের সচিবালয় ফিরবে মহাকরণে। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
শমীকবাবু বলেন, '২০২১ এ বিজেপি ক্ষমতায় এলে নবান্ন থেকে রাজ্যের সচিবালয় মহাকরণে ফেরাবে। মহাকরণের সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে। স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের সাক্ষী এই ভবন। এই ভবনের একের পর এক জননেতার পদচারণা দেখেছেন সাধারণ মানুষ। তাই মহাকরণে সচিবালয় ফেরাবে বিজেপি।'
২০১১ সালে ক্ষমতায় আসার পর ২০১৩ সালে গঙ্গার পশ্চিম পাড়ে নবান্নে রাজ্যের সচিবালয় স্থানান্তর করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে রাজ্য প্রশাসনের সদর দফতর চলে যায় হাওড়ায়। প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, শতাব্দী প্রাচীন নবান্নের আমূল সংস্কার প্রয়োজন। সেই সংস্কার শেষ হলে সেখানে ফিরবে সচিবালয়। তবে আজও তা ঘটেনি। লালদিঘির উত্তর পাড়ে মহাকরণ গত ৮ বছর ধরে এক ভুতুড়ে ভবন। তখন এই স্থানান্তর অস্থায়ী বলে জানানো হলেও পরে আর কখনও মহাকরণে সচিবালয় ফেরাননি তিনি।