লাল পিচেই হবে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি, সুবিধা পাবে কোন দল? আবহাওয়া কেমন?

আর কয়েক ঘণ্টার মধ্যেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। সে জন্য পিচ বড় ভূমিকা নিতে পারে। সেই বাইশ গজ কেমন হবে, তা জেনে নেওয়া যাক। বৃহস্পতিবার আহমেদাবাদের আবহাওয়া কেমন থাকবে, তাও জেনে নেওয়া যাক।

পিচে বল ঘুরবে

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দুটি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। দুই ম্যাচে যে ধরনের পিচ ব্যবহার করা হয়েছিল, মঙ্গলবারের টি-টোয়েন্টি মোকাবিলার জন্য তৈরি উইকেটের সঙ্গে তার মিল ছিল। চতুর্থ ম্যাচও একই পিচে খেলা হবে বলে জানানো হয়েছে। লাল পিচে বল বেশি করে ঘুরবে বলে জানিয়েছেন কিউরেটর। অতিরিক্তি সুবিধা পাবেন স্পিনাররা। পিচে বাউন্স তেমন থাকবে না বলেও জানানো হয়েছে।

বৃষ্টি হবে না

ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি চলাকালীন আহমেদাবাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তবে গরম থাকবে। আকাশে মেঘের আনাগোনাও জারি থাকবে। বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এগিয়ে থাকবে কোন দল

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের লাল পিচের সম্পূর্ণ সুবিধা নিয়ে ইংল্যান্ডেকে টেস্টে পর্যুদস্ত করেছিল ভারতীয় ক্রিকেট দল। কমবেশি একই রকম ফলাফল আশা করা যায় বৃহস্পতিবারের টি-টোয়েন্টি ম্যাচেও। ভারতীয় স্পিনাররা সফল হলে এই ম্যাচে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা খুব কম।

কোন মাধ্যমে, কখন ম্যাচ দেখা যাবে

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি-টোয়েন্টি সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়েছে। স্টার নেটওয়ার্কে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি + হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ক্রিকেট প্রেমীরা।

প্রোটিয়াদের বিরুদ্ধে পঞ্চম ওয়ান ডে-তেও মিতালীদের হার, সিরিজও হাতছাড়া

More INDIA VS ENGLAND 2021 News