ভ্যাকসিন ও কাঁচামাল সংকট
ভ্যাকসিন প্রস্তুতির জন্য বেশ কয়েকটি প্রয়োজনীয় কাঁচা মালের অভাব দেখা দিতে শুরু করেছে সারা বিশ্বে। প্রসঙ্গত, ভ্যাকসিন প্রস্তুতিতে প্রয়োজন মূল কাঁচামালগুলিই বিশ্ব জুড়ে কমতির দিকে। এমন অবস্থায় বিশ্বের বহু দেশেই বেড়েছে ভ্যাকসিনের চাহিদা। ফলে পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে যাচ্ছে।
ভ্যাকসিন তৈরি ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য
ভ্যাকসিন তৈরি করতে যে পদক্ষেপগুলি প্রয়োজন হয়, তারমধ্যে সেল কালচার মিডিয়া, ফিল্টার, গামা স্টেরিলাইজেশন, ভায়ালস, এই সমস্ত প্রক্রিয়া পর পর ধাপে দলকার হয়। এর মধ্যে কোনও একটি পদক্ষেপ বা উপকরণ না থাকলে, তা ভ্যাকসিন তৈরিতে ব্যাঘাত ঘটাতে পারে।
বিশেষজ্ঞরা কী বলছেন?
বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিনের বেশ কিছু কাঁচামাল যদি না পাওয়া যায়, বা বিশ্বজুড়ে এর কমতি দেখা দেয়, তাহলে তা অন্যান্য ভ্যাকসিনকেও সমস্যায় ফেলবে। ফলে এই জায়গা থেকে ভারতে ভ্যাকসিনের পরিমাণ কীভাবে বাড়ানো যায়, তার চেষ্টা য় বিশেষজ্ঞ মহল।
দেশে ভ্যাকসিনেশন ও মোদীর বার্তা
এদিকে দেশে করোনার সেকেন্ড ওয়েভ আসছে বলে মনে করছেন অনেকেই। সেই জায়গা থেকে এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর ভার্চুয়াল মিটিং এ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাব দেওয়া হয়েছে যাতে ৪৫ বছরের উর্ধ্বের মানুষদের করোনা ভ্যাকসিন দেওয়া হয় । এদিকে,ভ্যাকসিন নেওয়ার পরেও নির্দিষ্ট সময় পর্যন্ত সচেতন থাকতে হবে। সেকথা মাথায় রাখার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।