একুশের ভোটে চরমে শাসক দলের সঙ্গে নির্বাচন কমিশনের দ্বন্দ্ব। উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে ফের নির্বাচন কমিশনে নালিশ জানােত যাচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে সরাসরি অভিযোগ জানানো হবে বলে তৃণমূল সূত্রের খবর। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে কড়া চিঠি দিয়েছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।