'পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তনের আকাঙ্খা জেগেছে', বাংলায় পা রাখার আগে টূইট মোদীর

ভোটের কাউন্টডাউন শুরু! শাসক হোক কিংবা বিরোধী শিবির। একেবারে পুরো দমে শুরু হয়ে গিয়েছে প্রচার যুদ্ধ। নজরে জঙ্গলমহল! আদিবাসী ভোট পেতে একেবারে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। যদিও গত ৪৮ ঘন্টায় জঙ্গলমহলে ব্যাক টু ব্যাক সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা করেছেন অভিষেকও। এবার আসরে খোদ দেশের প্রধানমন্ত্রী। টানটান উত্তেজনা। যদিও জঙ্গলমহল শেষবেলায় কার দখলে যায় সেজন্যে আগাঈ ২ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পুরুলিয়াতে করবেন জনসভা

১০ দিনের মধ্যে ফের বঙ্গ সফরে নমো

অমিত শাহের পর এবার পুরুলিয়ায় প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ দিনের মধ্যে ফের বঙ্গ সফরে তিনি। আজ বুধবার করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরেই আগামিকাল অর্থাৎ ১৮ মার্চ সকাল ১১টায় পুরুলিয়ায় সভা করবেন প্রধানমন্ত্রী। এর আগে অমিত শাহ প্রচার সেরে গিয়েছেন পুরুলিয়ায়। প্রচার করেছেন যোগী আদিত্যনাথও। এবার ময়দানে নমো!

বাংলায় পা রাখার আগে টুইট মোদীর

আগামী ২৪ ঘন্টা পরেই বাংলায় পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার ঠিক আগে বাংলাতে টুইট করলেন তিনি। সোশ্যাল মিডিয়াতে তিনি লিখলেন, ''আগামীকাল, ১৮ই মার্চ আমি আমার পশ্চিমবঙ্গের ভাই ও বোনেদের মধ্যে উপস্থিত থাকার সুযোগ পেয়ে আনন্দিত। আমি পুরুলিয়ায় একটি জনসভায় বক্তব্য রাখবো। পশ্চিমবঙ্গ জুড়ে, পরিবর্তনের আকাঙ্খা জেগেছে। বিজেপি-র সুশাসনের কর্মসূচী জনগণের মধ্যে এক সুরেলা ধ্বনি তুলেছে।''

জঙ্গল মহলকে টার্গেট করেই মোদীর পুরুলিয়া সফর

প্রথম দফার ভোটের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিকাল পুরুলিয়ায় সভা করবেন তিনি। সকাল ১১টাতেই সভা করার কথা তাঁর। মূলত জঙ্গল মহলকে টার্গেট করেই মোদীর পুরুলিয়া সফরে আসা বলে মনে করছে রাজনৈতিক মহল। ১০ দিনের মধ্যে ফের বঙ্গ সফরে আসছেন মোদী। একুশের ভোটে মোদী, শাহকে মুখ করেই এগোতে চাইছে বিজেপি। সেকারণেই দফায় দফায় মোদী-শাহের প্রচারে আসার হিড়িক।

টার্গেট জঙ্গলমহল

প্রথম দফার ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ। তার আগে জঙ্গলমহল দখলের লড়াইয়ে তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির। মোদী-শাহকে তাই দফায় দফায় রাজ্যে এনে প্রচারে সামিল করছে বঙ্গ বিজেপির নেতারা। গতকাল অমিত শাহ ঝাড়গ্রামে সভা করেছেন। বাঁকুড়ায় রোড শো করেছেন েজপি নাড্ডা। তারপরে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন পুরুলিয়ায় প্রচারে। ভিভিআইপি প্রচারে একের পর এক চমক দিয়ে চলেছে বঙ্গ বিজেপি।

দিল্লিতে চলছে দফায় দফায় বৈঠক

অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে শুরু হয়েছে এই বৈঠক। সকাল থেকে চলছে দফায় দফায় এই বৈঠক। শুভেন্দু অধিকারী ছাড়া বঙ্গ বিজেপির প্রায় সমস্ত নেতারা হাজির সেখানে। যে সব নেতাদের প্রার্থী করতে চাইছে বিজেপি সেই তালিকায় প্রথমের দিকে আছেন সাংসদ দিলীপ ঘোষ, মুকুল রায়দের নাম। বিজেপি নেতৃত্ব চান, অভিজ্ঞতা রয়েছে এমন নেতাদের এবার ভোট ময়দানে নামাতে। শুধু তাই নয়, বাংলার বুথ স্তরে গিয়ে কাজ করেন এবং বাংলার মানুষের সমস্যার কথা জানেন তাঁরা এবার নির্বাচনে প্রার্থী হোন। চাইছেন শাহ নাড্ডারা। মোদী-শাহের উপস্থিতি হতে পারে এই বৈঠক।

More NARENDRA MODI News