তৃণমূলের প্রচারে চমক, বিজেপিকে রুখতে মরিয়া চেষ্টা , মুম্বই থেকে উড়ে আসছেন তারকা রাজনীতিকরা

বিজেপি থেকে বাম-কংগ্রেস জোট একের পর এক তারকাদের এনে প্রচার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তৃণমূলও পিছিয়ে নেই। এবার মমতার হয়ে বঙ্গে প্রচাের আসছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। আসবেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেও। ১ থেকে ২ এপ্রিলের মধ্যেই তাঁরা বাংলায় প্রচারে আসবেন বলে জানা গিয়েছে। মূলত বিজেপিকে রুখতে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতেই এনসিপি সুপ্রিমোর বাংলায় ভোটের প্রচারে আসা বলে মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলের হয়ে প্রচারে শরদ পাওয়ার

রাজনৈতিক পরিচয় বহুদিনের। বিজেপি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বহুবার একমঞ্চে দেখা গিয়েছে শরদ পাওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার বিজেপিকে হারাতে মমতার হাত শক্ত করতে আসছেন এনসিপি সুপ্রিমো। বাংলায় তৃণমূলের হয়ে ভোটের প্রচার করবেন তিনি। শরদ পওয়ারের বাংলায় প্রচারে আসার নেপথ্যে রয়েছে শিবসেনার অন্য রাজনৈতিক খেলা এমনই মনে করছে রাজনৈতিক মহল।

কবে বাংলায় পাওয়ার

সূত্রের খবর তৃতীয় দফার ভোটের আগেই বাংলায় প্রচারে আসছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। ১ থেকে ৩ এপ্রিলের মধ্যে বাংলায় আসছেন শরদ এনসিপি সুপ্রিমো। তিনি ছাড়াও আসছেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যে প্রচার করবেন তাঁরা। তবে কোথায় কোথায় শরদ পাওয়ার প্রচার করবেন তা এখনও স্পষ্ট নয়। এইনিয়ে পরিকল্পনা চলছে তৃণমূলের অন্দরে। শরদ পাওয়ারকে কোথায় প্রচারে নিয়ে যাওয়া হবে তা নিয়ে পরিকল্পনায় শান দিচ্ছেন ভোচ কৌশলী পিেক।

প্রচারে ঝড় তুলছে বিজেপি

ভোটের আগে থেকেই প্রচারে ঝড় তুলেছে বিজেপি। দিল্লি থেকে একের পর এক নেতা নিয়ে এসে প্রচার শুরু করে দিয়েছে বাংলায়। যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং, স্মৃিত ইরানি একের পর এক সভা করেছেন রাজ্যে। এছাড়া জেপি নাড্ডা, অমিত শাহরা তো রয়েইছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক সভা করছে বঙ্গে ভোটের প্রচারে। ব্রিগেড থেকে দফায় ভোটের প্রচারে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন মোদী-শাহ।

ভোটের প্রচারে চমক বাম-কংগ্রেস জোেটরও

বাংলায় ভোটের প্রচারে তারকা প্রচারকের তালিকা তৈরি করেছে কংগ্রেসও। ভোটের প্রচারে রাজ্যে আসছেন সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা, মনমোহন, শচিন পাইলরা। এমনকী বামেদের প্রচারেও দেখা যাবে কানহাইয়া কুমারক। তারকা সমাবেশে এলাহি তৎপরতা শুরু হয়ে গিয়েছে সব রাজনৈিতক দলেই। এই নিয়ে জোর কদমে চলছে প্রচার অভিযান।

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More MAMATA BANERJEE News