গুগল বাজারে আনতে চলেছে গুগল পিক্সেল ৫এ। গুগল মধ্যবর্তী রেঞ্জের মধ্যে পিক্সেল ৪এ এনেছিলো আগে। মনে করা হচ্ছে এই পেক্সেল ফোনের উত্তরসূরি হিসেবে বাজারে আসতে চলেছে এই গুগল পিক্সেল ৫এ। এক প্রতিবেদন সূত্রে খবর আগামী কিছুদিনের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে এই পিক্সেল ৫এ।

গুগল পিক্সেলের মধ্যে শেষ বাজারে এনেছিলো পেক্সেল ৪এ। সম্প্রতি গুগল ব্যুরো অব ইন্ডিয়া স্ট্যান্ডার্ড ওয়েব সাইটে একটি মডেল নম্বর প্রকাশ করেছে। গুগলের তরফে প্রকশ হওয়া GR0M2 মডেল নম্বরটিকে অনেকে বাজারে আসতে চলা পিক্সেল ৫এ মনে করছে। গুগলের এই নতুন স্মার্ট ফোনটি ২০২১ এর জুনে প্রকাশ পেতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে । আশা করা যায় ভারতেও কিছু দিনের মধ্যে পেক্সেল ৫এ লঞ্চ করা হতে পারে।

টিপস্টার মুকুল শর্মা গুগলের মডেল নম্বর GR0M2 টি টুইট করেছেন। তিনি নিজের টুইটে এই মডেল নম্বরের ফোনটি গুগল ৫এ হতে পারে বলে জানিয়েছেন।

তবে প্রকাশ হওয়া GR0M2 মডেল নম্বরটি পক্সেলের নাও হতে পারে। তার কারণ গত বছর প্রাকশ পাওয়া গুগল পিক্সেল ৪এ মডেল নম্বর ছিল G025N এবং পিক্সেল ৩এ মডেল নম্বর ছিল G020F।

গত বেশ কিছু মাস ধরে গুগলের তরফে এই পিক্সেল ৫এ উন্নতি প্রক্রিয়ার কাজ চলছে। বাজারে আসার আগে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে গুগলের তরফে। এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আগামী ১১ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে বাজারে পৌছে যাবে পিক্সেল ৫এ ফোনটি। গুগল ৪এর তুলনায় পিক্সেল ৫এতে বেশ কিছু হার্ডঅয়্যার থাকলেও, ৫এ ফোনটির আকার ও আকৃতি একই থাকতে পারে।

আগের পিক্সেল সিরিজের তুলনায় পিক্সেল ৫এ তে ক্যামেরার অনেক আপডেট করা হয়েছে। এই পিক্সেল ৫এ তে থাকবে হোল পাঞ্চ ডিসপ্লে ডিজাইনের সঙ্গে সেলফি ক্যামেরার জন্য একটি কাটআউট। এছাড়াও থাকবে একটি ৩ডি ক্যাড রেনডার অনলাইনে উপস্থিত রয়েছে যা প্লাসটিক বিল্ডের ক্ষেত্রে পরামর্শ দেয়।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।