প্রার্থী ঘোষণার পর থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। গোটা ঘটনায় বেশ অসন্তুষ্ট খোদ অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি দিল্লিতে আজ রাজ্যের বিজেপি নেতাদের তলব করে দফায় দফায় বৈঠক করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এখনও সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। আগামীকাল নির্বাচনী জনসভায় প্রচারে পুরুলিয়ায় আসছেন নরেন্দ্র মোদী। তার আগে এদিন রাতে আরও চারটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো।
উলুবেড়িয়া দক্ষিণে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে। বারুইপুর পূর্ব আসনে প্রার্থী করা হয়েছে চন্দন মণ্ডলকে। ফলতা আসনে লড়বেন বিধান পাড়ুই। জগৎবল্লভপুরে অনুপম ঘোষকে প্রার্থী করেছে বিজেপি।