২০২০ সালের মার্চ মাসে ২৪ তারিখ থেকে দেশ দেখেছিল করোনার লকডাউন। আর এবার আরও এক মার্চ মাস। ইতিমধ্যেই ২০২১ সালের মার্চে ভয়াবহ আকার নিতে শুরু করেছে দেশের করোনা পরিস্থিতি। দেশে মূলত এখন করোনার দ্বিতীয় স্রোতকে রোখাই প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের বড় চ্যালেঞ্জ।
মহারাষ্ট্রে করোনার জেরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩,১৭৯ জন। যা ন২০২১ সালে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে মায়ানগরী মুম্বইতে দৈনিক করোনা আক্রান্ত ২০০০ এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। শহরে মোট করোনা আক্রান্ত ২৩৭৭ জন। এর আগে মঙ্গলবার একদিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৭,৮৬৪ জন।
এদিকে, দেশে করোনার জেরে বাড়তে থাকা করুণ পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। সেখানে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করে তিনি দেশে করোনার দ্বিতীয় স্রোত রোখার বার্তা দেন। আর তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনকে নিতে বলেন তিনি। এদিনের বৈঠকে মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেন মোদী।