কলকাতা: এমন ঘটনা অনেক সময়েই ঘটে যে আমরা হাঁটতে হাঁটতে রাস্তায় টাকা বা পয়সা পড়ে থাকতে দেখি। অনেকে এই পয়সা দেখেও তোলে না। কেউ আবার তা পকেটে ঢোকায় সোজা। কেউ মন্দিরে প্রণামীর দান বাক্সে দিয়ে দেয় আর কেউ আবার কোনো গরিবকে দিয়ে দেয়। তবে আমাদের হিন্দু শাস্ত্র বলছে অন্য কথা. এই টাকা নাকি বহু মূল্যবান। আমাদের সনাতন ধর্ম অনুসারে টাকা লক্ষ্মীর প্রতীক। তাই এটিকে মাটিতে পড়ে থাকতে দেখেও তা এড়িয়ে চলে যাওয়া এক প্রকার লক্ষ্মী দেবীর অপমান।
ধরুন আপনি কাজে যাচ্ছেন আর সেই সময়ে পেলেন পয়সা। আবার কাজ থেকে বাড়ি ফিরছেন সেই সময়ে পড়ে থাকতে দেখলেন টাকা বা পয়সা। এই সব কিছুর আলাদা আলাদা তাৎপর্য রয়েছে ন্যা আপনার জানা উচিত। এতে ফিরতে পারে আপনারই ভাগ্য। যদি অফিস বা কোনো কাজে যাওয়ার সময় আপনি এভাবে টাকা পড়ে থাকতে দেখেন তাহলে অফিসে গিয়ে কোনো এক কোণায় একে রেখেছে দিন। ঠাকুরের মূর্তির পাশেও আপনি এটিকে রেখে দিতে পারেন। এটি কোনোভাবেই নিজের খরচে কাজে লাগবেন না। এতে আপনার স্বাৰ্থপরতা প্রকাশ পায়।
আবার অফিস থেকে বা কোনো একজ থেকে বাড়ি ফেরার সময় আপনি যদি একই কোনো অবস্থা দেখেন চোখের সামনে তাহলে সেক্ষেত্রে শাস্ত্র অনুযায়ী এটিকে আপনার সঞ্চয়ের খাতায় যোগ করে ফেলুন। এমন কোনো জায়গায় রাখুন যাতে ভবিষ্যতে কাজে লাগবে। তবে শর্ত একটাই যে যেখানে আপনি এমনি অর্থ সেভিংস হিসেবে রাখেন সেখানে এটিকে রাখবেন না। এর কারণ হিসেবে এটাই বলা হয় যে বাইরে থেকে পাওয়া অর্থ নিজের অর্জিত অর্থের সঙ্গে একসাথে মিলিয়ে রাখলে অকারণেই সেই টাকা খরচ হয়ে যেতে পারে।
তাই কোনো ডায়েরি বা গুপ্ত স্থানে বা কোনো অব্যবহৃত খামের ভেতর রাখুন। এমনভাবে সেই টাকা রাখলে সর্বদা না,কি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনি যে কোনো কাজে ও শুভ অনুষ্ঠানে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.