কেবল ভাল পারফরম্যান্সই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধ মাস্ট উইন ম্যাচে যে ফ্যাক্টর গুরুত্বপূর্ণ

২-১ ব্যবধানে পিছিয়ে থাকা সিরিজের চতুর্থ ম্যাচ জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। অন্যথায় সিরিজ হাতছাড়া হবে বিরাট কোহলি শিবিরের। এই ম্যাচে একদিকে যেমন ভারতীয় দলের প্রতি ক্রিকেটারকে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে, তেমনই টস ফ্যাক্টর কাজ না করলে টিম ইন্ডিয়ার জন্য কাজটা কঠিন হয়ে যাবে। অন্তত তেমনটাই বলছে সাম্প্রতিক পরিসংখ্যান।

টসে জেতা মানেই ম্যাচ জেতা

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ম্যাচও তারাই জিতেছিল। দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ম্যাচও জিতেছিল বিরাট কোহলি শিবির।

তৃতীয় ম্যাচেও টস ফ্যাক্টর

মঙ্গলবার ভারত ও ইংল্যান্ডের মধ্যে হওয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও টস বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কয়েন ইয়ন মর্গ্যান শিবিরের পক্ষে কথা বলে। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ম্যাচ হারতে হয় ভারতীয় ক্রিকেট দলকে।

চতুর্থ ম্যাচেও টস ফ্যাক্টর

ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ যে পিচে খেলা হয়, একই উইকেটে চতুর্থ ম্যাচও খেলা হবে বলে জানা গিয়েছে। এই ম্যাচেও টস একটা বড় ফ্যাক্টর হয়ে উঠবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ২০ ওভারের ফর্ম্যাটে রান তাড়া করে ম্যাচ জেতা অনেক সহজ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যার দিকে পিচ বোলারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বলে বিশেষজ্ঞদের দাবি।

দুই দলের সম্ভাব্য একাদশ

ভারত : রোহিত শর্মা, ইশান কিষাণ, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর।

ইংল্যান্ড : জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), দাউদ মালান, জনি বেয়ারস্টো, ইয়ম মর্গ্যান (অধিনায়ক), বেন স্টোকস, স্যাম কারান, ক্রিস জর্ডন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

বিরাটদের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা গম্ভীরের

More INDIA VS ENGLAND 2021 News