এক ফোন থেকে অন্য ফোনে তথ্য শেয়ার করার ক্ষেত্রে গুগল নিয়ারবাই শেয়ার অ্যাপে আরও উন্নতি ঘটাতে কাজ করছে। গুগলের এই নতুন যোগ করা ফিচারের ফলে এক সঙ্গে অনেককে ফাইল ও নানা ছবি ভিডিও পাঠাতে পারবে ব্যবহারকারী। গুগল এই অ্যাপটি ২০২০ সালে চালু করে।
অ্যান্ড্রয়েড এক ফোন থেকে অন্য ফোনে তথ্য পাঠানোর জন্য গুগল নিয়ারবাই শেয়ার অ্যাপে উন্নতিতে কাজ করছে। গুগলের এই নতুন ফিচারের অ্যান্ড্রয়েড ব্যবহারকারী একই সময়ে একাধিক জনকে নানা ফাইলস, লিঙ্ক এবং কন্ট্যাক্ট পাঠাতে পারবে। এর আগে গুগলের এই অ্যাপে একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এক সময়ে একজনকে তথ্য ভাগ করতে পারতো। এই নতুন ফিচারে ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও ব্যবহারকারী বড়ো কোনও ফাইল পাঠাতে অসুবিধা হবে না। কারণ নতুন ফিচারের ফলে ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও ফাইল পাঠাতে পারবে ব্যবহারকারী। ২০২০ সালে প্রকাশ পাওয়া এই গুগল নিয়ারবাই শেয়ার অ্যাপেল এয়ারড্রপের সমতুল্য।
আরও খবর পড়ুন – বাড়িতে বসে বিনা খরচে ১০ মিনিটে পাবেন প্যান কার্ড, জানুন কিভাবে
৯টু৫গুগলের তথ্য অনুযায়ী গুগলের ফাইল শেয়ার করার এই অ্যাপটি কাছাকাছি থাকা অন্যন্য অ্যান্ড্রয়েড ফোনের অবস্থান উল্লেখ করবে। আশেপাশে দেখানো অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীকে কিছু পাঠানোর দরকার হলে তা পাঠানো যাবে এই অ্যাপেরর মাধ্যমে। ব্যাবহারকারী চাইলে কাছের অ্যান্ড্রয়েড ফোনে ফাইলস, লিঙ্ক এবং অন্যান্য নানা জিনিস পাঠাতে পারে।
নতুন সেটিংসকে পরিবর্তন করে অল কন্ট্যাক্ট সেটিংস করা হয়েছে যার ফলে কন্ট্যাক্ট সেটিংস-এর উপর নিয়ন্ত্রণ করা যায়। গুগলের এই নতুন ফিচারের কুইক সেটিং অপশন থাকবে যার ফলে ব্যবহারকারী কোনও কিছু দৃশ্যমান জিনিস দেখানো বা লুকিয়ে রাখার বিষয়ে নির্বাচন করতে পারবে। নয়া ফিচারে পপ-আপ মেনুতে থাকা কুইক সেটিং আইকনে ট্যাপ করলে লুকিয়া রাখা জিনিসগুলি দৃশ্যমান হয়ে ওঠে।
এছাড়াও নিয়ারবাই সেটিংসে একটি টেম্পরারি মোড রয়েছে যা, ৫ মিনিট পর পুনরায় নিজের মূল পেজে ফিরে যায়।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.