নন্দীগ্রামবাসীর দুয়ারে দুয়ারে যাবেন মমতা, শেষ রাতে ওস্তাদের মার দিতে জনসংযোগে ভরসা

কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে। সেই কথা মতোই মমতা ভোট প্রচারের শেষবেলায় ওস্তাদের মার দিতে তৈরি হচ্ছেন। ভোট ঘোষমার আগে তাঁর সরকারকে তিনি মানুষের দুয়ারে নিয়ে গিয়েছিলেন। এবার ভোট-প্রার্থী হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের হাইভোল্টেজ লড়াইয়ে এভাবেই মাস্টারস্ট্রোক দেওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।

জনসভার থেকেও বেশি গুরুত্ব জনসংযোগকে

কলকাতার ভবানীপুর ছেড়ে সুদূর নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে তাঁকে লড়তে হচ্ছে তাঁরই প্রাক্তন সেনাপতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এবার নন্দীগ্রামে ভোট দ্বিতীয় দফায় ১ এপ্রিল। তার আগে ভোট প্রচারে ঝড় তুলতে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শেষ লগ্নকে বেছে নিয়েছেন। জনসভার থেকেও তিনি গুরুত্ব দিচ্ছেন জনসংযোগকে।

ব়্যালি করবেন আর যাবেন মানুষের দুয়ারে

ভোট ঘোষণার আগে থেকেই জনসভা শুরু করে দিয়েছিলেন মমতা। তাই নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ে প্রচার শুধু জনসভায় আটকে রাখতে চাইছেন না। এবার তিনি ব়্যালি করবেন আর যাবেন মানুষের দুয়ারে। এভাবেই তিনি প্রচারকে তুঙ্গে তুলতে বদ্ধপরিকর। মন্দির-মসজিদ ঘুরেছেন, এবার গণদেবতার কাছে তিনি আর্জি জানাবেন।

যাচ্ছেন অভিষেক, মমতা যাবেন শেষ লগ্নে

এর আগে নন্দীগ্রাম সফরে গিয়ে জনসংযোগের সময় পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন হাসপাতালে চিকিৎসার পর তিনি হুইলচেয়ারে করে এখন প্রচার করছেন। জনসভায় বক্তব্য রাখছেন। জঙ্গলমহলের পর তিনি ১৮-২০ মার্চ নন্দীগ্রাম সফের যেতে মনস্থ করেছিলেন। কিন্তু তিনি এই সফর পিছিয়ে দিয়েছেন। তাঁর পরিবর্তে নন্দীগ্রামে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা যাবেন শেষ লগ্নে।

মমতার জোর দুয়ারে দুয়ারে জনসংযোগে

তৃণমূল সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম যেতে পারেন ২৬ মার্চের পর। প্রথম দফার ভোট ফুরোলেই তিনি প্রচারে যাবেন নন্দীগ্রামে। তিনি দুটি ব্লকে ব়্যালি করবেন বলেই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া গ্রামে গ্রামে গিয়ে মমতা মানুষের সঙ্গে কথা বলবেন। জোর দেবেন দুয়ারে দুয়ারে জনসংযোগে। তার আগে বুদ্ধিজীবীরাও নন্দীগ্রামে যাচ্ছেন। তাঁরাও বার্তা দেবেন মমতার পক্ষে।

শেষলগ্নে গিয়ে নন্দীগ্রামে ঝড় তুলবেন মমতা

নন্দীগ্রামে না গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় ১৮-২০ মার্চ পূর্ব মেদিনীপুরে থাকবেন। তিনি প্রথম দফার কেন্দ্রগুলিতে প্রচার করবেন। এগরা থেকে শুরু করে নন্দীগ্রামের আশেপাশেই তিনি কর্মসূচি রাখছেন। অসুস্থতা সত্ত্বেও তিনি কোনও খামিত রাখতে চাইছেন না প্রচারে। একেবারে শেষলগ্নে গিয়ে তিনি নন্দীগ্রামে ঝড় তুলবেন, এমনটাই পরিকল্পনা সারা।

কোন অংশে কম ছিলাম! দিলীপকে বিস্ফোরক চিঠি লিখে দল ছাড়লেন প্রভাবশালী এই নেতা

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More MAMATA BANERJEE News