রাহুলের সম্ভাবনা
ঘরের মাঠ ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে কোনও রান না করেই সাজঘরে ফিরে গিয়েছেন কেএল রাহুল। সিরিজের প্রথম দুটি ম্যাচে রাহুলের স্কোর ছিল যথাক্রমে ১ ও শূন্য। এমতাবস্থায় কর্নাটকী ব্যাটসম্যানকে বিশ্রাম দেওয়ার পক্ষপাতি দেশের ক্রিকেট প্রেমীদের একাংশ। তবে অধিনায়ক বিরাট কোহলি এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোর পাশে দাঁড়ানোয় আগামী ম্যাচে হয়তো দল থেকে বাদ পড়বেন না রাহুল। তবে তাঁর ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হতে পারে বলে খবর। মিডল অর্ডারে নামিয়ে আনা হতে পারে পাঞ্জাব কিংসের অধিনায়ককে। পরিবর্তে তরুণ ইশান কিষাণকে দিয়ে ওপেন করানো হতে পারে বলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর।
সূর্যের সম্ভাবনা
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথম একাদশে জায়গা পেলেও ব্যাট করার সুযোগ পাননি, ২০২০ সালের আইপিএল কাঁপিয়ে খেলা সূর্যকুমার যাদব। তৃতীয় টি-টোয়েন্টিতে রোহিত শর্মা ফিরতেই সূর্যকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল। চলতি সিরিজে হতশ্রী পারফরম্যান্সের জন্য কেএল রাহুল সত্যিই বাদ পড়লে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে ফের ভারতীয় একাদশে জায়গা পেতে পারেন সূর্যকুমার যাদব।
বাদ পড়তে পারেন চাহাল
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন টি-টোয়ন্টি ম্যাচে একটি করে উইকেট নিলেও চার ওভারে যথাক্রমে ৪৪, ৩৪ ও ৪১ রান দিয়েছেন ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ফলে আগামী ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন তিনিও। পরিবর্তে অল রাউন্ডার হিসেবে দলে সুযোগ পেতে পারেন বাঁ-হাতি অক্ষর প্যাটেল। যিনি বোলিংয়ের পাশাপাশি টি-টোয়েন্টিতে নিজেকে দক্ষ ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করেছেন।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
রোহিত শর্মা, ইশান কিষাণ, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর।