তৃণমূলের পাল্টা ওবিসিদের গুরুত্ব
তৃণমূল কংগ্রেসের তরফে ইস্তেহারে জানানো হয়েছে মাহিষ্য, তিলি, সাহা-সহ বেশ কিছু সম্প্রদায়কে ওবিসির তালিকা আনতে টাস্কফোর্স গঠন করা হবে। প্রসঙ্গত মণ্ডল কমিশন যেসব জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্তির জন্য বলেছিল গত শতাব্দীর নয়ের দশকে তাদের মধ্যে এঁরাও ছিলেন। সূত্রের খবর অনুয্য়ী, বিজেপির ইস্তেহারেও তৃণমূলের থেকে আরও বড় কিছু প্রতিশ্রুতি ইস্তেহারে থাকতে চলেছে। এছাড়াও তফশিলি উপজাতিদের জন্যও মণ্ডল কমিশনের সুপারিশ কার্যকর করার কথা থাকতে চলেছে।
একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকর
একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকর করার প্রতিশ্রুতি থাকতে চলেছে বিজেপির ইস্তেহারে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ইস্তেহার প্রকাশ করে জানিয়েছেন রাজ্যের কৃষকদের একর পিছু এবার ১০ হাজার টাকা করে দেওয়া হবে প্রতিবছরে। বিজেপির ইস্তেহারে গত তিন বছরে বকেয়া থাকা ৬ হাজার করে ১৮ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি থাকতে চলেছে বলে সূত্রের খবর। এছাড়াও আয়ুষ্মাণ ভারত প্রকল্পে রাজ্যের নাম অন্তর্ভুক্তির কথা থাকতে চলেছে। মৎস্যজীবীদের জন্য বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথাও থাকতে চলেছে। রাজ্য মন্ত্রিসভায় মৎস্যজীবীদের জন্য আলাদা দফতর তৈরির প্রতিশ্রুতিও থাকতে পারে বিজেপির নির্বাচনী ইস্তেহারে।
সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন
বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজ্যে এসে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। এবার সেই কথা বিজেপির নির্বাচনী ইস্তেহারে থাকতে চলেছে। বেতন কমিশনের নিরিখে রাজ্য সরকারি কর্মীরা খানিকটা পিছিয়েই রয়েছেন। সপ্তম বেতন কমিশন হলে তা অনেকটাই পূরণ হতে পারে।
আদিবাসী, মতুয়া, রাজবংশীদের জন্য প্রতিশ্রুতি
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি যেসব জনগোষ্ঠীর থেকে সব থেকে বেশি ভোট পেয়েছিল তাদের মধ্যে ছিল আদিবাসী, মতুয়া, রাজবংশী গোষ্ঠীভুক্ত মানুষজন। সূত্রের খবর অনুযায়ী, এবার বিজেপির নির্বাচনী ইস্তেহারে আদিবাসীদের জন্য ঝাড়গ্রামে রঘুনাথ মুর্মু বিশ্ববিদ্যালয় তৈরির পাশাপাশি আদিবাসী অধ্যুষিত প্রতিটি ব্লকে স্কুল তৈরির কথা থাকতে পারে। মতুয়া সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য স্কলারশিপ এবং রাজবংশী সম্প্রদায়ের জন্য আধাসামরিক বাহিনীতে নারায়নী সেনা নামে ব্যাটেলিয়ন তৈরির কথা থাকতে পারে।