মুখ্যমন্ত্রী পদে বসেই মহিলাদের জিনস নিয়ে তিরথ সিং রাওয়াতের মন্তব্যে বিতর্ক

উত্তরাখণ্ডে সদ্য মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিরথ সিং রাওয়াত। বিজেপির এই নেতাকে ঘিরে বহু আলোচনাও হয়েছে গত কয়েকদিনে। এবার তাঁর মন্তব্যে নতুন করে বিতর্কের সঞ্চার হল। তিনি বলেন, বিমানে এক সমাজসেবী মহিলাকে রিপড জিনস পরতে দেখে তিনি অবাক হয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দাবি, মহিলার সঙ্গে ছিলেন তাঁর সন্তানরাও। যা আরও অবাক করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে।

সেই মহিলার প্রসঙ্গ টেনে তিরথ সিং রাওয়াত বলেন, ' এই ধরনের মহিলারা যদি সমাজে বের হন, আর তাঁদের সমস্যার সমাধান করার কথা বলেন, তাহলে কোন ধরনের বার্তা আমরা সমাজকে দেব, বা আমাদের সন্তানদের দেব? এটা বাড়ি থেকেই শুরু হয়। যে সন্তান বাড়িতে সঠিক সংস্কৃতির পাঠ পায়, সে যতই আধুনিক হোক না কেন, জীবনে কখনও ব্যর্থ হয় না।' বিজেপি শাসিত উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রীর এই বার্তা শুনেই রীতিমতো তোলপাড় হতে থাকে রাজনৈতিক মহল। ওঠে বিতর্কের ঝড়।

তিরথ সিং রাওয়াতের মন্তব্যের কড়া সমালোচনা উঠ এসেছে সঞ্জয় ঝায়ের তরফে। এদিকে তিরথ সিং রাওয়াতের দাবি পশ্চিমী সভ্যতার প্রভাব প্রবলভাবে ভারতের যুব সমাজের ওপর পড়ছে। তার জেরেই এমন সমস্ত ঘটনা ঘটছে। তাঁর প্রশ্ন স্কুলের শিক্ষিকরাও যদি এমনটা করেন ( এমন পোশাক পরে) , তাহলে সেটা কি ভালো?

More UTTARAKHAND News