জোট-জটের মাঝে 'তৃণমূলকে সমর্থন' মন্তব্য ইস্যুতে আবু হাসেমের বড় বার্তা, ফের উঠল আব্বাস প্রসঙ্গ

এক বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে মঙ্গলবার মালদার কংগ্রেসের নেতা আবু হাসেম খান চৌধুরী বলেছিলেন,' আব্বাসের হাত ধরা আমরা পছন্দ করিনি। তেমন পরিস্থিতি হলে, ভোট পরবর্তী সময়ে আমরা তৃণমূলকে সমর্থন করব'। রাজ্য রাজনীতি কাঁপানো এমন বিস্ফোরক বক্তব্যের খবর সম্প্রচারিত হতেই তা নিয়ে হইচই শুরু হয়। এর ২৪ ঘণ্টা পার হতেই আবু হাসেম খান চৌধুরী নিদের অবস্থান স্পষ্ট করলেন।

কী বলেছেন মালদার দাপুটে কংগ্রেস নেতা?

মঙ্গলবারই আবু হাসেম খান চৌধুরী জানান, যে বক্তব্য তিনি 'তৃণমূলকে সমর্থন' ইস্যুতে করছেন তা তাঁর 'ব্যক্তিগত মতামত'। এদিন বুধবার, তিনি ফের বেসরকারি সংবাদমাধ্যমকে জানান, তিনি যা বলেছিলেন তা 'বলা উচিত হয়নি।' তিনি বলেন, তিনি বিজেপি বা তৃণমূলকে সমর্থন করেননি। 'তৃণমূল ও বিজেপির সঙ্গে আমাদের কোনও সমর্থন নেই' বলে জানিয়ে দেন মালদার এই নেতা।

আব্বাস প্রসঙ্গ

আবু হাসেম খান চৌধুরীকে প্রশ্ন করা হয় যে, তাঁদের এলাকায় অর্থাৎ মালদায় কংগ্রেসের প্রার্থীর প্রচারে কি দেখা যাবে আব্বাসদের? এর জবাবে আবু হাসেম খান বলেন, কংগ্রেস সম্পর্কীয় বিষয়ে তিনি কথা বলতে পারবেন, তবে আব্বাসদের প্রসঙ্গে তিনি কিছু বলতে পারবেন না, বলে জানান এই দাপুটে নেতা।

বামফ্রন্টের সঙ্গে জোট প্রসঙ্গে হাসেম খান

এদিন মালদার এই দোর্দণ্ডপ্রতাপ নেতা আবু হাসেম খান চৌধুরী বলেন, 'আমরা , বামফ্রন্ট একসঙ্গে কাজ শুরু করে দিয়েছি। ' তিনি বলেন, সনিয়া গান্ধী ঠিক করে দিয়েছেন বামেদের সঙ্গে তাঁরা চলবেন। তাই এখানে তৃণমূল বিজেপি প্রসঙ্গ আসে না বলে জানান এই প্রবীণ কংগ্রেস নেতা।

চোটের ব্যথায় মমতার দোতলায় উঠতে সমস্যা রয়েছে, এরপরও দিদির নন্দীগ্রামে প্রচারসূচিতে কোন মাস্টারস্ট্রোক

More WEST BENGAL News