বিরাটদের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা গম্ভীরের

টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে চলতি ইংল্যান্ড সিরিজে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই সিরিজে পিছিয়ে পড়েছে বিরাট কোহলির দল। প্রথম একাদশে বড্ড বেশি রদবদল হচ্ছে বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।

ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। দ্বিতীয় টি ২০ ম্যাতে তাঁর অভিষেক হয়। যদিও তাঁকে ব্যাট করতে নামতে হয়নি। এরপর তৃতীয় ম্যাচেই তাঁকে বাদ দেওয়া হয়, রোহিত শর্মাকে দলে ফেরাতে। আগের ম্যাচে ওপেন করতে নেমে সফল ঈশান কিষাণ গতকালের ম্যাচে তিনে ব্যাট করতে নামেন, রান পাননি। ভারতীয় ব্যাটিং অর্ডারে এত রদবদলে একেবারেই সমর্থন নেই গম্ভীরের।

তিনি বলেছেন, বিশ্বকাপের সাত মাস আগে বিশ্বকাপের প্রস্তুতি বা বিশ্বকাপ হয়ে গেলে তার পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি, এ সব আমার কাছে গুরুত্বহীন। আমার কাছে ক্রিকেটারের ফর্মই আসল কথা। সূর্যকুমার যাদব আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণের সুযোগই পেলেন না। এখন কোনও ক্রিকেটারের চোট লাগলে কী হবে? চাই না, কেউ চোট পান। কিন্তু চোট পেলে চার বা পাঁচে ব্যাট করার মতো কে আছেন? আমাদের দেশে যে পরিকাঠামো, আইপিএলের মতো টুর্নামেন্ট আছে, তাতে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। কিন্তু শ্রেয়স আয়ারের বিকল্প হিসেবেও তো কাউকে দেখে নেওয়া যেতে পারে। গম্ভীর মনে করেন, সেই কারণেই সূর্যকুমার যাদবকে অন্তত তিন-চারটি ম্যাচে সুযোগ দেওয়া উচিত। সূর্যকুমার যাদবকে দেখে নিয়ে তাঁকে তো ব্যাক আপ হিসেবেও তৈরি রাখা যেতে পারে।

ভারতের ব্যাটিং অর্ডারে এত বেশি রদবদলও অবাক করেছে গৌতিকে। তিনি বলেন, ব্যাটিং অর্ডারে এতো বেশি রদবদল হলে সমস্যা বাড়বে বই কমবে না। উল্টোদিকে ইংল্যান্ডের দিকে তাকানো যাক। তৃতীয় ম্যাতে ইয়ন মর্গ্যানরা ব্যাটিং অর্ডারে কোনও বদল আনেননি। ফলে সমস্যা না বাড়িয়ে, তা নিয়ে আলোচনা না করে স্থিতাবস্থা বজায় রাখার পক্ষপাতী গম্ভীর।

ছবি- টুইটার

More INDIA VS ENGLAND 2021 News