নয়াদিল্লি: বর্তমান সময়ে ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত কাজের ক্ষেত্রে প্যান কার্ড থাকা অত্যন্ত জরুরি ৷ পোস্ট অফিস, সেভিংস অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা বা তার বেশি টাকা জমা থাকলে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক ৷ ডেবিট কার্ডে জন্য আবেদন করতে গেলে প্যান নম্বর জরুরি ৷ হোটেল ও রেস্তোরাঁয় ২৫,০০০ টাকার বেশি বিল হলে দিতে হয় প্যান নম্বর ৷কিংবা ৫ লক্ষ টাকার বেশি সম্পত্তি কিনলে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক। ইনকাম ট্যাক্স ফাইল করার জন্যেও প্যান নম্বর দিতেই হবে৷

কিন্তু এই প্যান কার্ড তৈরী করতে গিয়ে সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সাধারণ মানুষ যাতে সহজেই প্যান কার্ড তৈরী করতে পারেন তার জন্যে কেন্দ্রীয় সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি সরকারের তরফে এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে মাত্র ১০ মিনিটে কোনো টাকা খরচ না করে বাড়িতে বসে প্যান কার্ড তৈরি করা যাবে ৷ দেখে নিন কিভাবে করবেন –

১. ই-ফাইলিং পোর্টালে গিয়ে ‘Instant PAN through Aadhaar’-এ ক্লিক করুন ৷ এরপর ‘Get New PAN’ সিলেক্ট করতে হবে ৷ আধার নম্বর দিতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP চলে আসবে ৷ ওটিপি ভ্যালিডেশনের পর e-PAN জারি হয়ে যাবে ৷

২. আবেদনকারী pdf ফর্ম্যাটে প্যান কার্ডের কপি পেয়ে যাবেন যার ওপর QR Code থাকবে ৷ এই কোডে আবেদনকারীর ডেমোগ্রাফিক ডিটেল ও ছবি থাকে ৷ আবেদন করার সময় আবেদনকারীর মোবাইলে একটি ১৫ ডিজিটের নম্বর যাবে ৷ এর মাধ্যমে e-PAN ডাউনলোড করা যাবে সহজেই ৷

৩. NSDL ও UTITSL এর মাধ্যমে প্যান কার্ড জারি করা হয়ে থাকে ৷ তবে এর জন্য আবেদনকারীদের নির্ধারিত একটি চার্জ দিতে হয় ৷ তবে আয়কর বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে প্যান কার্ড তৈরি করতে পারবেন৷

৪. Instant PAN কার্ড তৈরি করতে খুব বেশি হলে ১০ মিনিট সময় লাগে ৷ বহু মানুষ Instant PAN কার্ড তৈরি করেছেন৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।