তারকা প্রার্থীর ভিড়
তারকা প্রার্থীরা ভিড় করেছেন একুশের ভোটের প্রার্থী তালিকায়। তৃণমূলের তালিকায় টালিগঞ্জের অভিনেত্রী সায়ন্তিকা, লাভলি মৈত্র, রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, জুন মালিয়া, সোহম চক্রবর্তী একের পর এক তারকা প্রার্থী ভিড় করেছেন। আগও তৃণমূল কংগ্রেসে এই চল দেখা গিয়েছে। মূলত তরুণ নবীন প্রজন্মের ভোচারদের টার্গেট করেই মমতা এই রণকৌশন নিয়েছেন। আগের দুই বিধানসভাতেও দেখা গিয়েছে একই ছবি।
বিজেপিতেও তারকা প্রার্থীর ভিড়
বিজেপিতে ও ভিড় করেছেন তারকা প্রার্থীরা। খড়গপুরে হিরণ। শ্যামপুরে তনুশ্রী। বেহালা পূর্বে পায়েল সরকার। চণ্ডীতলায় যশ। সোনারপুর দক্ষিণে অঞ্জনা বসু। একের পর এক তারকা প্রার্থী এবার ভিড় করেছে বিজেপির প্রার্থী তালিকায়। গেরুয়া শিবিরেরও একই লক্ষ্য। যুব ভোটারদের ভোট পেতেই তারকা প্রার্থীদের ভিড় বাড়ানো হয়েছে ।
বামেরা হাঁটছে অন্য সমীকরণে
একদিকে যখন তৃণমূল-বিজেপি শিবির তারকা প্রার্থী নিয়ে প্রতিযোগিতা চালাচ্ছে অন্যগিকে বামেরা কিন্তু সুকৌশলে অন্য পথ ধরেছে। যুব ভোটারদের ধরতে আলিমুদ্দিনের সমীকরণ ছাত্র নেতারা। লেকারণেই এবারের প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছে। বামেদের ছাত্র সংগঠনের একাধিক ছাত্র নেতা। জেএনইউ-র ছাত্র নেতা ঈশী থেকে এসএফআই করা ছাত্র নেতাদের প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হয়েছে। শুধু রূপলি পর্দার জনপ্রিয়তা নয়। তাঁরা যে মানুেষর অধিকার নিয়ে লড়াইয়ের ক্ষমতা রাখে সে বার্তা দিতেই বামেদের এই সমীকরণ।
ঈশী,দিশিতা, তৃষা, সায়নদীপরাই আদর্শ
একটা জেনারেশন চলে গিয়েছে এবার এগিয়ে আসছে ঈশী, দিশিতা, তৃষা,সানদীপরা। ছাত্র রাজনীতির আগুনে পুড়ে নিজেদের তৈরি করে ফেলেছে তাঁরা। তাই আলগা জনপ্রিয়তা নয় মানুষের অধিকার নিয়ে লড়াইয়ের দম রাখে এঁরা। এঁদের কাঁধে ভরসা করেই এগোবে পরবর্তী প্রজন্মের আন্দোলন। তাই এরাই যাতে ছাত্র যুবদের আদর্শ হয়ে উঠতে পারে সেকারণেই প্রার্থী তালিকায় তাঁদের জায়গা করে দেওয়া হয়েছে।