এপ্রিলের মধ্যেই সব নির্বাচন শেষ করতে চায় কমিশন, জেনে নিন উপনির্বাচনের দিনক্ষণ

পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে উপনির্বাচনেরও দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ২ রাজ্যে রয়েছে লোকসভা উপনির্বাচন আর ১১টি রাজ্যে রয়েছে বিধানসভা উপ নির্বাচন। সব কটি উপনির্বাচনই ১৭ এপ্রিল হবে বলে জানিয়েছে কমিশন। অন্ধ্রপ্রদেশের তিরুপতি লোকসভা কেন্দ্র এবং কর্নাটকের বেলগাম লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ১৭ এপ্রিল।

২০২০ সালে তিরুপতি লোকসভা কেন্দ্রের সাংসদ বল্লি দুর্গা প্রসাদ মারা যাওয়ার পর কেন্দ্রটি ফাঁকা হয়ে গিয়েছিল। করোনা সংক্রমণের পরেই মারা যান ওয়াই এসআর কংগ্রেসের সাংসদ। অন্যদিকে কর্নাটকের বেলগাম লোকসভা কেন্দ্রের সাংসদ সুরেশ অঙ্গাড়িও করোনা সংক্রমণের কারণেই মারা গিয়েছিলেন। সেই আসনটিও ফাঁকা পড়ে রয়েছে। এই দুটি কেন্দ্রেই ১৭ এপ্রিল ভোট গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

অন্যদিকে ১১টি রাজ্যের ১৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হওয়ার কথা একই দিনে। গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, ওড়িশা,তেলঙ্গানা ও উত্তরাখণ্ড। এই ১১ রাজ্যের বিধানসভা উপনির্বাচনও হবে ১৭ এপ্রিল। গুজরাতের মোরভা হাদভ, ঝাড়খণ্ডের মধুপুর, কর্নাটকের বাসবকল্যাণ, মাস্কি,মধ্যপ্রদেশের দোমহ, মহারাষ্ট্রের প্রধানপুর, মিজোরামের সর্চিপ, নাগাল্যান্ডের নোকসেন, ওড়িশার পিপলি, রাজস্থানের সাহারা,সুজাগড়, রাজসমাদ (১), তেলঙ্গানার নাগার্জুন সাগর এবং উত্তরাখণ্ডের সল্ট। এই কেন্দ্রগুলিেত একই দিনে হবে বিধানসভা উপনির্বাচন।

More ELECTION COMMISSION News