যৌন নিপীড়নের পর নির্মম হত্যার শিকার দুই নাবালিকা দলিত-কন্যার মা প্রার্থী হচ্ছে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে। ২০১৩ সালে ওয়ালয়ারে ঘটেছিল চাঞ্চল্যকর সেই ঘটনা। তারপর মঙ্গলবার ধর্মদোম আসনে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন সন্তানহারা মা।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়ে তিনি বলেন, তাঁর প্রার্থী হওয়া এলডিএফ সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তাঁর এটা প্রতিবাদ। কারণ আদালতে বিচারক রায়ে অভিযুক্ত খালাস পেয়ে যায় উপযুক্ত প্রমাণ অভাবে। রাজ্য সরকারের আবেদনের পরে উচ্চ আদালত নতুন করে বিচারের নির্দেশ দেয়।
দুই নাবালিকা কন্যাকে হারানো মা বলেন, "প্রতিবাদ কমিটির সঙ্গে আলোচনার পরে আমি ধর্মদোমে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আমার মেয়েদের ন্যায়বিচার দিতেই আমি ময়দানে নেমেছি। ডেপুটি সুপার সোজান এবং এসআই চকোর মতো পুলিশ আধিকারিকদের চাকরিতে থাকার কোনও অধিকার নেই। আমি তাদের মাথায় পুলিশি টুপি ছাড়াই দেখতে চাই।"
দুই বোনদের মধ্যে বড় ১৩ বছর বয়সী কিশোরী কেরালা-তামিলনাড়ু সীমান্তে ওয়ালয়ারের কাছে একটি বাড়ির অভ্যন্তরে ঝুলন্ত অবস্থায় পাওয়য়া গিয়েছিল। ২০১৭ সালের ১৩ জানুয়ারি ওই ঘটনা ঘটে। তার দু-মাস পরে ৪ মার্চ ন-বছর বয়সী ছোট বোনকেও ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। একটি বাড়ির ভিতরে। ময়নাতদন্তে দেখা গেছে, মৃত্যুর আগে এই দুই শিশুকে যৌন নির্যাতন করা হয়েছিল। বিক্ষোভ শেষে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছিল।