শুভেন্দুকে নিয়ে কোথায় সমস্যা ছিল তৃণমূল কোম্পানির? নন্দীগ্রামের সভা থেকে খোলসা করলেন বিজেপি প্রার্থী

ইয়েস ম্যাম বলতে পারিনি, সেটাই সমস্যা ছিল তৃণমূল কংগ্রেস কোম্পানির। নন্দীগ্রামের সভা থেকে দলবদলের কারণ ব্যাখ্যা করলেন বিজেপি প্রার্থী। প্রসঙ্গত উল্লেখ্য বাঁকুড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু রাজীবদের নাম না করে তাঁের মীরজাফর বলে আক্রমণ করেছেন। তিনি বলেছেন মীরজাফররা, গুণ্ডারা চলে গিয়েছেন, আমি বেঁচে গিয়েছি। তৃণমূল কংগ্রেস এখন শুধু মানুষের দল।

মমতাকে নিশানা শুভেন্দুর

একুশের ভোটে এবার হটস্পট নন্দীগ্রাম। একদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। একেবারে যাকে বলে রাজায় রাজায় টক্কর। সেই নন্দীগ্রামের মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি মমতাকে নিশানা করে বলেেছন সব সময় 'ইয়েস ম্যাম বলতে পারিনি বলেই তৃণমূল কোম্পানির সমস্যার কারণ হয়ে উঠেছিলাম।'

নন্দীগ্রাম নিয়ে বার্তা

বিজেপি প্রার্থী তিনি। আগে ছিলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস বিধায়ক। দল বদলেছেন এলাকা বদলায়নি। তাই নিজেকে নন্দীগ্রামের ভূমিপুত্র বলে দাবি করেছেন শুভেন্দু। এলাকার ছেলে। নন্দীগ্রামের ভোটার। মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার আগেই কমিশন তাঁকে নন্দীগ্রামের ভোটার কার্ড দিয়েছে। আগে শুভেন্দু ছিলেন হলদিয়ায় ভোটার। সেখান থেকেই নন্দীগ্রামের বিধায়ক হয়েছিলেনতিনি। এবারে গেরুয়া শিবিরে যোগ দিয়ে একেবারে নন্দীগ্রামের ভোটার হয়ে লড়াইয়ে নেমেছেন তিনি। তাই পদ থাকুক বা না থাকুন নন্দীগ্রামের হতেই তিনি সারা জীবন থাকবেন বলে জানিয়েছেন।

নন্দীগ্রাম জয়ের বার্তা

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হিেসবে সভা করতে এসে আত্মবিশ্বাসী শুভেন্দু দাবি করেছেন তিনিই এবার জিতবেন। যদিও তৃণমূল শুভেন্দুর জামানত জব্দ করার চ্যালেঞ্জ নিেয়ছে। একুশের ভোটে এবার শুভেন্দুর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছেন শুভেন্দু। মমতা নিজের বিরুদ্ধে মামলার তথ্য গোপন করেছে বলে অভিযোগ করে কমিশনে নালিশ জানিয়েছেন শুভেন্দু।সেকারণে মমতার প্রার্থী পদ বদলের দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী।

নন্দীগ্রামে যাচ্ছেন মমতা

পায়ে আঘাত লাগার পর ফের নন্দীগ্রামে যাচ্ছেন মমতা। আগামী ১৯ ও ২০ মার্চ নন্দীগ্রামে যাবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। গত ১০ তারিখ নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দিয়ে বিরুলিয়া বাজারে জনসংযোগ করতে গিয়েছিলেন তিনি। সেখানেই দুর্ঘটনায় আহত হন মমতা। তাঁর পায়ে আঘাত লাগে। ভাঙা পা নিয়েই জেলা জুড়ে প্রচার শুরু করেছেন মমতা। আবার তিনি সেই ভাঙা পা নিয়েই নন্দীগ্রামে যাবেন।

অভিষেকদের মাস্টারস্ট্রোক বিজেপিকে রুখতে! পশ্চিমের জেলায় প্রার্থীপদ বিভ্রাটের পর বড় বার্তা মমতা শিবিরের

More SUVENDU ADHIKARI News