পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পিচে এবার মায়বতী দল নিয়ে নামছেন, জানিয়ে দিলেন স্ট্র্যাটেজি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এই মুহূর্তে প্রথম পর্বের ভোট আসতে এখনও দেরি রয়েছে হাতে গোনা ক'টা দিন। আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে ভোটের লড়াই । এদিকে, বাংলার বাইরের ভিন রাজ্যের যে দলগুলি নিয়ে জল্পনা চলছিল, তার মধ্যে অন্যতম বিএসপি। মায়াবতীর পার্টি বিএসপি এদিন জানিয়ে গিল একুশের ভোটে তাঁদের লড়াইয়ের স্ট্র্যাটেজি।

জোটে থেকে কোন ভুল বুঝতে পেরেছেন মায়বতী?

বিএসপি নেত্রী মায়াবতী এদিন বলেন, জোটে থাকাকালীন তিনি বুঝেছেন যে তাতে তাঁর কোনও লাভের লাভ হয়নি। তিনি বলছেন, জোটে, তাঁর দলের ভোটব্যাঙ্কের লাভ পেয়েছে শরিক দল, অথচ শরিক দলের ভোটব্যাঙ্কের লাভ পাননি মায়াবতীরা। ফলে সেই জায়গা থেকে পিছিয়ে এসে নতুন স্টান্সে বাংলার ভোটে নামছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী।

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে মায়াবতীর স্টান্স

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোনও জোট নয়। বরং মায়াবতী জানিয়ে দিলেন যে তাঁর দল এবার একা লড়বে। জোট অঙ্কে সেভাবে তাঁর দল লাভবান না হওয়ার ২০২১ এর ভোট থেকেই তিনি স্টান্স কার্যত পাল্টে ফেললেন। আর সেখান থেকেই জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতে তাঁর দল একা লড়বে। তবে অসমে কি হবে, তা জানানানি নেত্রী।

২০২২ উত্তরপ্রদেশে লড়াইয়ের আভাস

শুধু এই ৪ এলাকার বিধানসভা ভোট নয়, বরং উত্তরপ্রদেশে তঁর ঘরের মাটির যুদ্ধেও মায়াবতী একা লড়বেন বলে জানিয়েছেন। তাঁর দাবি, ভোটাররা নিয়ম মেনে চললেও শরিক পার্টিগুলি সেভাবে নিয়মন মেনে চলে না । আর সেই জায়গা থেকেই তাঁর অস্বস্তি।

গোবলয়ের দল ও পশ্চিমবঙ্গের ভোট

প্রসঙ্গত, রাজ্যে একাধিক গোবলয়ের দল ইতিমধ্যেই ভোটের আঙিনায় নিজের অবস্থান স্পষ্ট করেছে। আরজেডি , সমাজবাদী পার্টি জানিয়েছে তাদের সমর্থন মমতার দিকে। মহারাষ্ট্রের শিবসেনা থেকে কর্ণাটকের জেডিইউও সমর্থন মমতার দিকেই রেখেছে। তবে মমতার সঙ্গে হাতে হাত রাখার বার্তা কার্যত দেননি বিজোপি বিরোধী শিবিরের মায়াবতী। ফলে মমতা শিবিরের 'খেলা হবে'র উত্তেজনার মাঝে 'মায়ার খেলা' এককভাবেই হবে বলে বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি নেত্রী।

প্রকাশ করা হোক এক্সরে রিপোর্ট, ধাপে ধাপে 'নাটক' মমতার, বিস্ফোরক অধীর

More MAYAWATI News