রাতে পাউচ খাওয়ার এফেক্ট সারাদিন থাকে, খোঁচা কল্যাণের, পাল্টা রক্ত পরীক্ষার চ্যালেঞ্জ শুভেন্দুর

শুভেন্দ্ু বিদ্রোহী হয়ে ওঠার পর থেকেই একের পর এক আক্রমণে বিঁধেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটে প্রচার সভা থেকে বেনজির আক্রমণ করেছেন কল্যাণ। কিনি দাবি করেছেন, কাঁথির বড়বাবু রাতে পাউচ খান, আর তার এফেক্ট দিনভর থাকে। পাল্টা দিয়েছেন শুভেন্দও। কল্যাণকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি প্রার্থী বলেছেন রক্ত পরীক্ষা করে প্রমাণ করুন। যার রক্তের নমুনায় পাউচ খাওয়ার প্রমাণ মিলবে িতনি রাজনৈতি ছেড়ে দেবেন।

West Bengal Election : কল্যাণ বন্দোপাধ্যায়ের পাউচ খাওয়ার বক্তব্য নিয়ে শুভেন্দুর মন্তব্য
শুভেন্দুকে নিশানা কল্যাণের

শুভেন্দুকে নিশানা কল্যাণের

শুভেন্দু অধিকারী যবে থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, তবে থেকেই একের পর এক আক্রমণে বিজেপি নেতাকে বিঁধেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রচার সভা থেকে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে বেনজির ভাষায় আক্রমণ করেন তিনি। কল্যাণ বলেেছন কাঁথির মেজোবাবু রাতের বেলায় পাউচ খান। তার এফেক্ট সারা দিন থাকে। কাঁথির মেজোবাবু অর্থাৎ শুভেন্দু অধিকারী। এর আগেই শুভেন্দু তৃণমূল কংগ্রেসে থেকে সব রাজনৈতিক ফায়দা তুলেছেন বলে অভিযোগ করেছিলেন কল্যাণ।

পাল্টা আক্রমণ শুভেন্দু

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দুর তরজা নতুন ঘটনা নয়। এর আগেও একাধিকবার শুভেন্দুকে নিশানা করেছেন কল্যাণ। আবার কল্যাণকে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণের বেনজির আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারীও। বিজেপি প্রার্থী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, কে পাউচ খায় সেটা প্রমাণ হয়ে যাক। রক্ত পরীক্ষা করুন কল্যাণ। শুভেন্দুও রক্ত দেবেন। যার রক্তে পাউচ খাওয়ার প্রমাণ মিলবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এই চ্যালেঞ্জ কল্যাণকে ছুড়ে দিয়েছেন শুভেন্দু।

শুভেন্দুকে আক্রমণ মমতার

মঙ্গলবার বাঁকুড়ার মেজিয়ার সভা থেকে নাম না করে শুভেন্দুকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মীরজাফরের দল দল থেকে চলে গিয়েছে, বাঁচা েগছে। এখন তৃণমূল মানুষের দল। এর আগেও শুভেন্দুকে নিশানা করে মীরজাফর বলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। তার পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারীও নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দু বলেছেন, সব সময় ইয়েস ম্যাডাম করতে পারিনি বলেই তৃণমূল কোম্পানির সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

মমতাকে হারানোর চ্যালেঞ্জ

মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেকারণেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হয়ে লড়াইয়ের অনুরোধ জানিয়েছিলেন শুভেন্দু। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর কথা শুনে তাতে সম্মতি জানিয়েছিল। তারপরেই কোমর বেঁধে নন্দীগ্রামে প্রচার শুরু করেছেন শুভেন্দু। একই সঙ্গে মমতাকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

Know all about
কল্যাণ বন্দ্যোপাধ্যায়

More KALYAN BANERJEE News