আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড তৃতীয় টি ২০ আন্তর্জাতিক। সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে টস জিতে ফিল্ডিং নিল ইংল্যান্ড। আজকের ম্যাচ-সহ চলতি টি ২০ সিরিজের বাকি তিনটি ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। করোনা পরিস্থিতির জন্যই বিসিসিআইয়ের এই পদক্ষেপ। লাল মাটির পিচে আজ আগের তুলনায় বল বেশি ঘুরবে বলে মনে করা হচ্ছে। সূর্যকুমার যাদবের জায়গায় প্রথম একাদশে ফিরেছেন রোহিত শর্মা। তিনি রাহুলের সঙ্গে ওপেন করবেন। তিনে নামবেন ঈষান কিষাণ।
এবার চোখ রাখা যাক দুই দলের প্রথম একাদশের দিকে।
ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার, শ্রেয়স আয়ার, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল
ইংল্যান্ড: জেসন রয়, জস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), বেন স্টোকস, সাম কারান, ক্রিস জর্ডন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড