এ বছর অফলাইনে একবারই হবে নিট পরীক্ষা, ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

চলতি বছরে একবারই নেওয়া হবে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষা। মঙ্গলবার ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (‌এনটিএ)‌ পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

লোকসভায় লিখিতভাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রকের আওতায় থাকা এনটিএ এ বছর একবার নিট পরীক্ষা নেবে। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে পরামর্শ করা হয়েছে। নিট পরীক্ষার মাধ্যমে এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিইউএমএস, বিএইচএমএস কোর্সের জন্য ভর্তি নেওয়া হয়। যদিও ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, তারা কোনও মেমোরেন্ডাম পায়নি। বিজেপি সাংসদ লালু সিংয়ের প্রশ্নের জবাবে এই উত্তর দিয়েছেন শিক্ষামন্ত্রী।

হিন্দি এবং ইংলিশ সহ ১১টি ভাষায় এই পরীক্ষা নেওয়া হবে। এ বছরের ১ অগাস্ট থেকে নিট শুরু হওয়ার কথা রয়েছে। অফলাইনেই নেওয়া হবে এই পরীক্ষা বলে জানিয়েছে এনটিএ। নিট সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে এনটিএর ওয়েবসাইটে।

প্রসঙ্গত, গত বছর করোনা আবহে এই নিট পরীক্ষা ঘিরে বিস্তর জলঘোলা হয়। পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার জন্য দেশের বিরোধী দলগুলি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেক নেতা–নেত্রী পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে নির্ধারিত দিনেই নিট পরীক্ষা হবে। সেই মতো গত বছর ১৩ সেপ্টেম্বর নির্ধারিত দিনেই পরীক্ষা নেওয়া হয় এবং ফল প্রকাশ করা হয়েছিল ১৬ অক্টোবর।

একুশের ভোটে হাওয়া কি বিজেপি ও তার শরিকদের দিকে নেই, এবিপি-সিভোটারের জনমত সমীক্ষায় তামিলরাজ্য একনজরে

More EDUCATION News