ছুঁলেন কেনকে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হওয়ার আগে এদিন টি ২০ আন্তর্জাতিকে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২৭তম আন্তর্জাতিক টি ২০ শতরান পূর্ণ করলেন। এটি তাঁর টি ২০ কেরিয়ারের ৭০তম অর্ধশতরান। অধিনায়ক হিসেবে টি ২০ আন্তর্জাতিকে এদিন ১১তম হাফ সেঞ্চুরি পেলেন কিং কোহলি। তাঁর আগে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ১১টি টি ২০ আন্তর্জাতিক অর্ধশতরানের রেকর্ড ছিল কেন উইলিয়ামসনের। এদিন সেই রেকর্ড স্পর্শ করলেন ভারত অধিনায়ক।
পরপর অর্ধশতরান
আমেদাবাদে শেষ টেস্টে আউট হয়েছিলেন শূন্য রানে। তারপর প্রথম টি ২০-তেই তিনি শূন্য রানে আউট হন। পরপর দুটি শূন্যর পর এবার পরপর দুটি অর্ধশতরান এল বিরাট কোহলির ব্যাট থেকে। গত ম্যাচে অপরাজিত ছিলেন ৭৩ রানে। এদিন অপরাজিত রইলেন ৪৬ বলে ৭৭ রানে। তাঁর বিস্ফোরক ব্যাটিংই এদিন ভারতকে দেড়শোর উপর রান তুলতে সাহায্য করে।
২০১৬-র পর
পরপর দুটি টি ২০ আন্তর্জাতিক অর্ধশতরানের জন্য বিরাটকে অপেক্ষা করতে হলো প্রায় পাঁচ বছর। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে শেষবার পরপর দুটি টি ২০ আন্তর্জাতিক অর্ধশতরান পেয়েছিলেন বিরাট। জোফ্রা আর্চার, ক্রিস জর্ডন, মার্ক উডদের বোলিংকে শাসন করল বিরাটের চওড়া ব্যাট। এগদিন ইংল্যান্ডের সফলতম বোলার মার্ক উড যখন নিজের শেষ ওভার বল করতে আসেন তখন তাঁর বোলিং ফিগার তিন ওভারে ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট। যদিও ওই ওভারেই বিরাট দুটি ছক্কা-সহ ১৭ রান নেন।
স্মরণীয় ইনিংস
এদিন ১৫ ওভারে ভারতের রান ছিল ৫ উইকেটে ৮৭। সেখান থেকে ১৫৬-এ ভারতকে পৌঁছে দিল বিরাটের বিস্ফোরক ব্যাটিং। শেষ ৫ ওভারে এদিন ১৭ বলে ৪৯ করেন বিরাট। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ৫ ওভারে তিনি ২০ বলে ৪৯ করেছিলেন। যুবরাজ সিং ২০১৭ সালে শেষ ৫ ওভারে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ১৬ বলে ৫৮। এদিন শেষ অবধি ব্যাট করে বিরাট ৪৬ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন। বিরাটের ইনিংস সাজানো ৮টি চার ও চারটি ছক্কা দিয়ে।