ভোটের মুখে মমতার নিজের ওয়ার্ডেই প্রশ্নের মুখে পুরসভা, পানীয় জলে বিষক্রিয়ার অভিযোগ, মৃত্যু বেড়ে ৩

ভবানীপুরে ঘুম ছুটিয়েছে নয়া আতঙ্ক। একের পর এক মৃত্যু বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ডেই বিষক্রিয়া মারা গিয়েছেন তিনজন। এলাকার বাসিন্দাদের অভিযোগ পুরসভার কলের লাইনে নর্দমার জল মিশেই বিষক্রিয়া হচ্ছে। যদিও অভিযোগ অস্বাকীর করেছে পুরসভা। উল্টে দাবি করা হয়েছে পরিশ্রুতি পানীয় জল এলাকায় পৌঁছে েদওয়া হচ্ছে। কী কারণে মৃত্যু তার কারণ অনুসন্ধানে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও ভবানী পুরের বিদায়ী বিধায়ক তিনি। একুশের ভোটে এই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন না তিনি। তবে ওয়ার্ডে বাসিন্দা এবং রাজ্যের প্রশাসক। তাঁর ওয়ার্ডেই পর পর তিনটি মৃত্যু ঘটেছে। বিষক্রিয়া থেকেই মৃত্যু বলে প্রাথমিক ভাবে অনুমান। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই রয়েছে আলিপুর সংশোধনাগার। সেই সংশোধনাগারেরই এক বিচারাধীন বন্দি মারা গিয়েছেন মঙ্গলবার। আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার দিন একজন মারা গিয়েছেন। সংশোধনাগারের আরও চার বন্দি আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

শুধু সংশোধনাগারের বন্দিরাই নন ৭৩ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি। তারমধ্যে শিশুদের সংখ্যাই বেশি বলে জানা গিয়েছে। চার থেকে পাঁচ জন শিশু বমি ও পেট খারাপ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। পানীয় জল থেকেই বিষক্রিয়া বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। পুরসভার পানীয় জলের পাইপলাইনে নর্দমার জল মিশেই বিষক্রিয়া হচ্ছে বলে অভিযোগ। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগের আধিকারীকরা পুরমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছে। জলের নমুনাও সংগ্রহ করা হয়েছে। পুরমন্ত্রীর দাবি অকারণে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। পানীয় জল থেকে বিষক্রিয়া হলে আরএ অনেেকই মারা যেতেন এবং অসুস্থ হয়ে পড়তেন।

শিশির অধিকারী তৃণমূল না বিজেপিতে, মোদীর সভার আগে জল্পনার পারদ তুঙ্গে

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More MAMATA BANERJEE News