সোমবার অযোধ্যার রাম জন্মভূমিতে বৈদিক পুজোর মধ্য দিয়ে মন্দির নির্মাণের ভিত্তি পূরণের কাজ শুরু করে দেওয়া হল। জানা গিয়েছে, ১৩ হাজার স্কোয়ার ফিটের ভিত্তিকে ভূস্তর থেকে ২৫ ফিট ওপরে তোলার জন্য ৫০ টি স্তরের সংহত উপাদানের প্রয়োজন।
সোমবার রাম মন্দিরে আয়োজিত বিশেষ পুজোয় যোগ দিয়েছিলেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সম্পাদক চম্পত রাই, ট্রাস্টি অনিল মিশ্র, অযোধ্যার ডিআইজি দীপক কুমার ও জেলা শাসক অনুজ কুমার ঝা। সোমবার সকালে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের পক্ষ থেকে টুইট করে বলা হয়, 'আজ, ভোরের শুভ সময়ে, বৈদিক উপাসনা সহ শ্রী রাম জন্মভূমির স্থানে, শ্রী রাম মন্দির নির্মাণের ভিত্তি পূরণের কাজ শুরু হয়েছে।’
চম্পত রাই জানিয়েছেন যে অগাস্টের মধ্যেই ভিত্তি প্রস্তরের নির্মাণ সম্পূর্ণ হয়ে যাবে এবং এরপরই আসল মন্দিরের নির্মাণ শুরু করা হবে। তিনি বলেন, 'আমরা আমাদের সময়ের বিষয়ে খুবই সচেতন। যদি সবকিছু ঠিকঠাকভাবে চলে, তবে ভগবান রামের মন্দির তৈরি হয়ে যাবে ২০২৩ সালেই।’ বিশ্ব হিন্দু পরিষদ অন্যদিকে জানিয়েছে যে রাম মন্দিরের জন্য এখনও পর্যন্ত ২,৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহ হয়েছে।
রাম মন্দির নির্মাণের জন্য ১,১০০ কোটি টাকা ব্যয় হবে বলে আগেই জানিয়েছিল ট্রাস্ট। সেই মতো গত ১৫ জানুয়ারি থেকে দেশবাসীর কাছে অর্থ সংগ্রহের কাজ শুরু করে দেয় বিশ্ব হিন্দু পরিষদ। এ মাসের গোড়াতেই রাম জন্মভূমির এলাকা বাড়ানোর পরিকল্পনায় ট্রাস্ট ৭,২৮৫ স্কোয়ার ফিটের জমিও কেনে। ট্রাস্ট জানিয়েছে, বর্তমান ৭০ একর থেকে বাড়িয়ে রাম মন্দিরের চত্ত্বর ১০৭ একরে বাড়ানো হবে। সেই উদ্দেশ্যেই এক কোটি টাকার বিনিময়ে ৭,২৮৫ স্কোয়ার ফিট জমি কেনা হয়।
ভোটের আগে বিজেপিতে বিদ্রোহ! ক্ষুব্ধ শাহ, মুকুল-দিলীপদের জরুরি তলব দিল্লিতে