কোহলির পাল্টা বাটলার, মোতেরায় ইংল্যান্ডের কাছে ভারত চুরমার

আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচের টি ২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে গেল বিশ্বের এক নম্বর দল ইংল্যান্ড। ইয়ন মর্গ্যানদের কাছে আজ বিরাট কোহলিরা হারলেন ৮ উইকেটে। ভারতীয় দল জেতার মতো খেলেইনি এই ম্যাচে। বিরাট কোহলি, যুজবেন্দ্র চাহালরা ক্যাচ ফেললেন। চাহাল এক উইকেট পেলেও চার ওভারে দিলেন ৪১ রান!

জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে ইংল্যান্ড। দলের ২৩ রানের মাথায় যুজবেন্দ্র চাহালের বলে ৯ রান করে আউট হন জেসন রয়। এরপর জস বাটলার ও ডেভিড মালানের জুটিতে ৩৭ বলে ওঠে ৫৮ রান। আগাগোড়া আক্রমণাত্মক ব্যাটিং করেন বাটলার। ১৭ বলে ১৮ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন মালান। ইংল্যান্ডের রান তখন ৯.৪ ওভারে ২ উইকেটে ৮১। এরপর আর ইংল্যান্ডের উইকেট ফেলতে পারেনি ভারত। এদিন টি ২০ আন্তর্জাতিকে কেরিয়ারের সেরা রান করলেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান। ১৯তম ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ৫২ বলে ৮৩ করে অপরাজিত থাকেন বাটলার। মেরেছেন পাঁচটি চার ও চারটি ছয়। পাঁচটি চারের সাহায্যে জনি বেয়ারস্টো ২৮ বলে ৪০ রানে অপরাজিত থাকেন।

কেরিয়ারের শততম টি ২০ আন্তর্জাতিকে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। টস জিতলে তিনিও ফিল্ডিংই নিতেন বলে জানিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট চ্যালেঞ্জ নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ব্যাট করলেও বাকিরা প্রত্যাশা পূরণে ব্যর্থ। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতায় ভারত ৬ উইকেটে ১৫৬ রানের বেশি তুলতে পারেনি। বিশেষজ্ঞরা তখনই বলেছিলেন ভারত অন্তত ২০ রান কম তুলেছে। সেটাই সত্য প্রমাণিত হলো কঠিন পিচেও শুরু থেকে ইংল্যান্ড ঝড় তোলায়। ৮টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪৬ বলে সর্বাধিক ৭৭ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। চেনা ছন্দে পাওয়া যায়নি হার্দিক পাণ্ডিয়াকেও। সাতে নেমে তিনি ১৫ বলে ১৭ রান করেন।

ওপেনাররা ব্যর্থ। লোকেশ রাহুল শূন্য রানে আউট হন। সূর্যকুমার যাদব আগের অভিষেক ম্যাচে ব্যাট করতে না পেরেও আজ বাদ পড়েন। তাঁর জায়গায় প্রথম একাদশে ফেরেন রোহিত শর্মা। ম্যাচের দ্বিতীয় ওভারে জোফ্রা আর্চারের বলে জীবন পেয়েও বড় রান পেতে ব্যর্থ রোহিত। ১৭ বলে ১৫ রান করে তিনি আউট হন। উডের দ্বিতীয় শিকার রোহিত। চার রান করে তিনে নামা ঈষান কিষাণ ক্রিস জর্ডনের বলে কট বিহাইন্ড হন। এরপর বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ঝোড়ো ব্যাটিং করছিলেন ঋষভ পন্থ। যদিও ২০ বলে ২৫ রান করে তিনি রান আউট হন ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে। শ্রেয়স আয়ার উডের তৃতীয় শিকার। ৯ রানে আউট হন তিনি। মার্ক উড ৩১ রানে তিনটি এবং ক্রিস জর্ডন ৩৫ রানে ২ উইকেট নেন।

More INDIA VS ENGLAND 2021 News