ফোনে আড়িপাতা ইস্যুতে গেহলট সরকারের বড় স্বীকারোক্তি, সচিন পাইলটকাণ্ডের পর কংগ্রেস-বিজেপি সংঘাত তুঙ্গে

সচিন পাইলট ইস্যুতে কয়েকদিন আগেই রীতিমতো পারদ চড়েছে মরুরাজ্য রাজস্থানে। সেই জায়গা থেকে বারবার কংগ্রেসে অন্তর্ঘাত ঘিরে একাধিক বার পারদ চড়েছে। সচিন পাইলট বনাম অশোক গেহলোট কাণ্ডে উঠেছিল এই ফোনে আড়িপাতা ইস্যু। সেই ঘটনায় পুনরায় উস্কানি মিলেছে নতুন ঘটনার জেরে।

ফোনে আড়ি পাতা হয়েছিল, লিখিত জানাল কংগ্রেস সরকার

রাজস্থানে অশোক গেহলোট সরকার যখন টলমল অবস্থায়, তখন দলের অন্দরে বিক্ষুব্ধ সচিন পাইলট অশোকের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। এমন এক সংঘাত থেকে রাজস্থানে সরকার পড়ে যাওয়ার জোগাড় হয়েছিল সেই সময় অভিযোগ উঠেছিল ফোনে আড়িপাতা নিয়ে। যে অভিযোগ অশোক সরকারের বিরুদ্ধে সচিন শিবির দায়ের করেছে।

কংগ্রেসের উত্তর , বিজেপির অভিযোগ

রাজস্থানের কংগ্রেস সরকার জানিয়েছে লিখিতভাবে যে গত বছরে মরুরাজ্যে ফোনে আড়িপাতার ঘটনা ঘটে। তবে লিখিতপত্রে এমন লেখা নেই যে, সেই সময় সচিন পাইলটের সমর্থকের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের ফোনালাপে আড়িপাতা হয়েছে। প্রসঙ্গত, সচিন পাইলট পন্থীরা সেই সময় ফোনে আড়িপাতাকাণ্ড নিয়ে জোরদার সওয়াল করে।

বিজেপির দাবি

এদিকে ,ঘটনার হাত ধরে বিজেপির তরফে তদন্তের দাবি করা হয়েছে। বিজেপি জানতে চাইছে যে তাহলে কার নির্দেশে এই ফোনে আড়ি পাতার ঘটনা রাজস্থানে ঘটেছে। কেনই বা এমন আড়িপাতার ঘটনা ঘটছে ? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি।

অমিত শাহ নির্বাচন কমিশনকে গাইড করছে, প্রয়োজনে ভাঙা পা নিয়ে ধরনা দেব, রাইপুরের সভা থেকে বিস্ফোরক মমতা

More SACHIN PILOT News