অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কতটা নিরাপদ! সন্দেহ নিরসনে কী বার্তা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী
ভারত, আমেরিকা ও ব্রিটেনে তৈরি অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন যথেষ্ট নিরাপদ, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির সন্দেহ খারিজ করে বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। তিনি দাবি করেছেন অ্যাস্ট্রাজেনেকার যে করোনা ভ্যাকসিন ভারত, আমেরিকা ও ব্রিটেনে তৈরি হয়েছে তা একেবারেই ক্ষতিকর নয়। ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা অভিযোগ করেছেন এই টিকাকরণের পর গ্রহীতার শরীরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে।

ইতিমধ্যেই অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন সাসপেন্ড করেছে জার্মানি, ইতালি, ফ্রান্স। তাদের দাবি অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা গ্রহনের পর রক্ত জমাট বেধে যাচ্ছে শরীরে। এই নিয়ে তোলপাড় গোটা বিশ্ব।যদিও বিশ্বস্বাস্থ্য সংস্থা, ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি এবং অ্যাস্ট্রাজেনকার তরফে দাবি করা হয়েছে এই ঘটনা একেবারেই সত্যি নয়। তারপরেই বরিস জনসন বিবৃতি জারি করে জানিয়েছেন এই করোনা টিকা ভীষণ নিরাপদ। এতে কোনওরকম বিপদের আশঙ্কা নেই।
বরিস জনসন দাবি করেছেন অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন, ব্রিটেন, ভারত এবং আমেরিকায় তৈরি হচ্ছে এবং একাধিক দেশে তার ব্যবহার হচ্ছে। কোনও ক্ষেত্রেই অভিযোগ আসেনি। তিনি দাবি করেছেন গোটা বিশ্বে ১১ মিলিয়ন ডোজ দেওয়া হয়ে গিয়েছে এই ভ্যাকসিনের কোথাও কোনও দুর্ঘটনা ঘটেনি। ব্রিটেনের হেলথ কেয়ার ও মেডিসিন রেগুলেটরি বিভাগ করা পরীক্ষার পরেই এই করোনা টিকার ছাড়পত্র দিয়েছে। তাই যেসব দেশ এই টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তার কোনও অর্থই হয় না।