মমতার অভিযোগ
এদিন বাঁকুড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তোলেন। তাঁর প্রশ্ন, কমিশনকে আড়াল থেকে অমিত শাহ চালাচ্ছে না তো? এই প্রশ্নের সঙ্গে সঙ্গেই রাজ্যে সরকারি অফিসারদের বিব্রত করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন।
১৭ মার্চ কী ঘটছে?
জানা গিয়েছে, নির্বাচন কমিশনের তরফে আগামী ১৭ মার্চ রাজ্যে পা রাখবেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যবেক্ষক। অবসরপ্রাপ্ত আইপিএস অনিল কুমার শর্মা এবার রাজ্যের নতুন পুলিশ অবজার্ভার হিসাবে নিযুক্ত হলেন। এর আগে কমিশন বিবেক দুবে, অজয় নায়েকদের মতো তাবড় অফিসারদের রাজ্যের দায়িত্বে রেখেছে।
নন্দীগ্রামকাণ্ড ও নিরাপত্তা
এদিকে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ে পায়ে আঘাতের ঘটনা ঘিরে রীতিমতো পারদ চড়েছে রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের অভিযোগ যে নির্বাচন কমিশন তাঁর নিরাপত্তায় গাফিলতি করেছে। অন্যদিকে, বিজেপির অভিযোগ লোহার বিমে আঘাত লেগে মমতার বিপত্তি ঘটেছে।
নমিনেশন ও কমিশন
এখনও পর্যন্ত দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে তৃণমূল ও বিজেপির ৩০ আসনের মনোনয়ন পেশ হয়েছে বলে জানিয়েছে কমিশন। সিপিআইএম ১৫ আসনে, কংগ্রেস ৯ আসনে, বিএসপি ৭ আসনে প্রার্থীদের মনোনয়ন পেশ করেছে।