গরু পাচার-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। অবশেষে গ্রেফতার বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। দীর্ঘদিন ধরেই বিকাশের খোঁজ চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আজ মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে গরু পাচার এবং কয়লা পাচার-কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশকে গ্রেফতার করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তবে কোথা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য সামনে আসনি। তবে রাজ্যে এটাই প্রথম গরু পাচার-কাণ্ডের গ্রেফতার।
গত কয়েকমাস ধরে বাংলায় গরু পাচারকাণ্ডের তদন্ত করছে ইডি এবং সিবিআই। তদন্তে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের নাম উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে। এরপর থেকে একাধিকবার বিনয়কে তলব করা হলেও জেরার মুখোমুখি হয়নি সে।
এমনকি যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকেও তলব করা হয়। কিন্তু সেও তদন্তে কোনও সহযোগিতা করেননি বলেই জানা যায়। এরপরেই গ্রেফতার। গরু পাচারকাণ্ডে এখনও ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। এরই মধ্যে তাঁর ভাই বিকাশকে গ্রেফতার করল ইডি।
ফোনের টাওয়ারের লোকেশন ধরে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, তাঁকে জেরা করে বিনয়ের খোঁজ পাওয়ার চেষ্টা করবেন তদন্তকারীরা। তবে জানা যাচ্ছে, তদন্ত শুরু হওয়ার পর থেকেই সম্ভবত দেশ ছকাড়া বিনয়।