আচমকাই ভারত-ইংল্যান্ড সিরিজ বাতিলের দাবি, আত্মহত্যার হমকি, জেনে নিন কারণ

করোনা ভাইরাসের আবহে আহমেদাবাদে চলতে থাকা ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ অবিলম্বে বাতিল ঘোষণা না করা হলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিলেন এক ব্যক্তি। গুজরাতের গান্ধীনগরের বাসিন্দা ওই ব্যক্তি নিজেকে আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে জানানো হয়েছে।

আত্মহত্যার হুমকি

প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে পঙ্কজ প্যাটেল নামের ওই ব্যক্তি গুজরাত পুলিশের সিনিয়র ইন্সপেক্টর কেভি প্যাটেলকে ফোন করেছিলেন। সেই ফোন কলেই ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দেন বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে করোনা ভাইরাসের আবহে আহমেদাবাদে চলতে থাকা ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ বাতিল করার দাবি তুলছেন পঙ্কজ। তা না হলে তিনি নিজেকে শেষ করে দেবেন বলে জানিয়েছন।

মামলা দায়ের

উক্ত ফোন কলের প্রেক্ষিতে ওই ব্যক্তির বিরুদ্ধে আহমেদাবাদের চাঁদখেড়া পুলিশ স্টেশনে এফআইআর দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২), ৫০৭ ও ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যে পঙ্কজ প্যাটেলের সঙ্গে ওই পুলিশ কর্মীর কথোপকথনের রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে আত্মহত্যার হুমকি দেওয়া ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে যে, করোনা ভাইরাসের আবহে প্রতিদিন ৭৫ হাজার দর্শক আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসে ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ দেখেছেন। এতে কোভিড ১৯ সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পঙ্কজ। তাই তিনি অবিলম্বে এই সিরিজ বন্ধের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বলে খবর।

দর্শক প্রবেশ নিষিদ্ধ

আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই দর্শক সমাগমে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ৫০ শতাংশ দর্শকের উপস্থিতিতে দুই দলের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচও একই মাঠে অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে দেশে করোনা ভাইরাসের প্রভাব ফের বাড়তে থাকায় ক্রিকেট মাঠে বিপুল জনসমাগম নিয়ে আশঙ্কিত হয়েছে খোদ গুজরাত সরকারই। ফল প্রশাসনের নির্দেশেই সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দিয়েছে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন।

শুরু জল্পনা

ইতিমধ্যে আহমেদাবাদে ভারত-ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ বাতিলের দাবিত পঙ্কজ প্যাটেলের ফোন আসতেই দুই ঘটনাকে একসঙ্গে মিলিয়ে দিয়েছেন ক্রিকেট প্রেমীরা। কারও মতে ওই ব্যক্তির আত্মহত্যার হুমকি পেয়েই ভারত ও ইংল্যান্ডের অবশিষ্ট টি-টোয়েন্টি ম্যাচগুলি চলাকালীন মাঠে দর্শকের প্রবশ নিষিদ্ধ করা হয়েছে। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন গুজরাত প্রশাসনেরই এক কর্তা। জানিয়েছন য এই সিদ্ধান্ত সরকার ও গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পূর্ণ নিজস্ব।

১২ বছর পর বক্সিং রিংয়ে ফিরেই পদক জিতলেন তিন সন্তানের মা, কেরলে শোরগোল

More INDIA VS ENGLAND 2021 News