পাল্লা সমান গোয়া-মু্ম্বই আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি, সম্ভাব্য একাদশ ও সম্ভাবনা

চলতি আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে মু্ম্বই সিটি এফসি ও এসি গোয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছিল ফুটবল মহল। ৯০ মিনিটের ওই ম্যাচে নিখুঁত পাস, গতিশীল ফুটবল ও ৪টি বিশ্ব মানের গোলের প্রদর্শন ঘটেছিল। সেই মোকাবিলা ড্র হওয়ায় মুম্বই-গোয়া সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হতে চলা এই ম্যাচে যে দল জিতবে, তারা চলতি আইএসএলের ফাইনালে পৌঁছবে। তারই আবহে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান, শক্তি এবং সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

মুখোমুখি মুম্বই-গোয়া

আইএসএলে এখনও পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। সাত বার জিতেছে এফসি গোয়া। পাঁচ বার জিতেছে মুম্বই সিটি এফসি। চলতি আইএসএল সেমিফাইনালের প্রথম লেগ সহ দুই দলের মধ্যে পাঁচ বার ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

শেষ দুই সাক্ষাতে কার পাল্লা ভারী

চলতি আইএসএলের লিগ পর্বের দ্বিতীয় সাক্ষাতে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল। ফলাফল হয়েছিল ৩-৩। গত ৫ মার্চ টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল দুই দল। ২টি করে গোল করেছিল মুম্বই এবং গোয়া।

সবচেয়ে বেশি গোল কার ঝুলিতে

আইএসএলের চলতি মরসুমে এখনও পর্যন্ত মোট ৩৭টি গোল করেছে মুম্বই সিটি এফসি। মুম্বইয়ের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ১১টি গোল করেছেন অ্যাডাম লে ফনড্রে। অন্যদিকে চলতি টুর্নামেন্টে মোট ৩৩টি গোল করেছে এফসি গোয়া। দলের হয়ে সবচেয়ে বেশি ১৪টি গোল করেছেন ইগর আনগুলো। টুর্নামেন্টের সর্বধিক গোলদাতাদের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড।

সম্ভাব্য প্রথম একাদশ

মুম্বই সিটি এফসি : অমরিন্দর সিং (গোলরক্ষক), আমেয় রানাওয়াড়ে, মউরতাদা ফল, হেরনান সান্টানা, মান্দার রাও দেশাই, রাওলিন বোর্জেস, আহমেদ জাহৌ, হুগো বউমোস, রেনিয়ার ফার্নান্ডেজ, বিপিন সিং, অ্যাডাম লে ফনড্রে।

এফসি গোয়া : ধীরাজ সিং (গোলরক্ষক), জেমিস দোনাচি, আদিল খান, সেভিয়র গামা, সেরিটন ফার্নান্ডেজ, আলেকজান্ডার জেসুরাজ, এডু বেদিয়া, গ্লান মার্টিজ, রিদিম টিয়াং, ইগর আনগুলো, জর্জ অর্টিজ।

সম্ভাব্য ছক

মুম্বই সিটি এফসি : চলতি আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে এফসি গোয়ার বিরুদ্ধে ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন সার্জিও লোবেরা। একই ছকে এদিনও দল নামাতে পারেন মু্ম্বইয়ের কোচ।

এফসি গোয়া : চলতি আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন জুয়ান ফার্নান্দো। একই ছকে এদিনও দল সাজাতে পারেন গোয়ার কোচ।

সম্ভাবনা

চলতি আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগ ২-২ ফলাফলে শেষ হয়েছিল। শক্তিতে সমান-সমান মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়া মাঠে কার্যত ফুট ফুটিয়েছিল। একই রকম লড়াই হলে আজকের ম্যাচ যে কেউ জিততে পারেন বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। ম্যাচ এক্সট্রা টাইম কিংবা টাইব্রেকার পর্যন্ত গড়ানোর সম্ভাবনা।

More ISL 2020 21 News