কেটেও কাটছে না জট! ২৫টি আসন 'উপহার' পেয়েও 'অপমানিত' কংগ্রেস
তামিলনাড়ুর নির্বাচনে জোট বেঁধেই লড়তে চলেছে কংগ্রেস-ডিএমকে। প্রায় এক সপ্তাহ ধরে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলার পর শেষ পর্যন্ত কংগ্রেসকে ২৫টি আসন দিয়ে জোট অক্ষত রাখল ডিএমকে। এর আগে নীতিগত ভাবে একই পৃষ্ঠায় থাকলেও নির্বাচনী দর কষাকষিতে আটকে জোট নিয়ে জটিলতা শুরু হয়েছিল দুই দলের মধ্যে। শেষ পর্যন্ত কংগ্রেসকে ২৫ আসন দিয়ে সব জট কাটাল ডিএমকে।

কংগ্রেসের শোচনীয় ফলের জের
জোট চূড়ান্ত করে এদিন চুক্তি সই করেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন এবং তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস সভাপতি কেএস আলাগিরি। সূত্রের খবর, সম্প্রতি বেশ কয়েকটি নির্বাচনে কংগ্রেসের শোচনীয় ফলের জেরে ডিএমকে-র একাংশ কংগ্রেসকে বেশি আসন ছাড়তে নারাজ ছিল। এরপরই জটিলতা বাড়তে থাকে জোটের অন্দরে।

স্ট্যালিনকে সরাসরি ফোন করেন সোনিয়া গান্ধী
সূত্রের খবর এই আবহে শনিবার এমকে স্ট্যালিনকে সরাসরি ফোন করেন কংগ্রেসের অন্তরবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। এরপরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান ডিএমকে প্রধান। এর আগে ২০১৬ সালে কংগ্রেস তামিলনাড়ুতে ৪১টি আসনে লড়েছিল। কিন্তু এর মধ্যে কংগ্রেস জিতেছিল মাত্র ৮টি আসনে। অপরদিকে ডিএমকে ১৭৮টি আসনে লড়ে ৮৯টিতে জিতেছিল।

তামিলনাড়ুতে কংগ্রেস অন্তত ৩৪টি আসন চেয়েছিল
সূত্রের খবর, তামিলনাড়ুতে কংগ্রেস অন্তত ৩৪টি আসন চেয়েছিল। কিন্তু ২৫টির বেশি ছাড়তে রাজি হয়নি ডিএমকে। কংগ্রেস ছাড়াও সিপিএমও রয়েছে ডিএমকের সঙ্গে। গত ১০ বছর ধরে তামিলনাড়ুর সরকারে রয়েছে এআইএডিএমকে। তারা এবার নির্বাচনে ২০টি আসন ছেড়েছে জোটসঙ্গী বিজেপিকে। কিন্তু এবার ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী ডিএমকে নেতা স্ট্যালিন।

ক্ষুব্ধ কংগ্রেসের রাজ্য নেতৃত্ব
এদিকে ডিএমকে-র সঙ্গে আসনরফা নিয়ে আলোচনা করতে গিয়ে অপমানিত হয়ে কেঁদে ফেলেন তামিলনাড়ুর কংগ্রেস প্রধান কেএস আলাগিরি। শুধু তাই নয়, কংগ্রেসের প্রবীণ নেতাদেরও অপমানিত হতে হয়েছে বলেও অভিযোগ আলাগিরির। স্ট্যালিনের বৈঠক থেকে বেরিয়ে এসে কেঁদে ফেলেন আলাগিরি। এই আবহে কংগ্রেসের রাজ্য নেতৃত্বের একাংশের দাবি, ডিএমকে-র নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে গিয়ে একা ভোটে লড়া শ্রেয়।