নিচুতলার কর্মীদের সঙ্গে কথা বলে ইস্তেহার মমতার, কোন বিষয়গুলি গুরুত্ব পাচ্ছে
ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। আর প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই শাসকদলে বিদ্রোহ! বিভিন্ন জায়গায় প্রার্থী পছন্দ না হওয়াতে ক্ষোভ রাগ বাড়ছে। সামনেই বিধানসভা ভোট।
আর ভোটের আগে দলের মধ্যে বিদ্রোহ ঠেকানোটাই বড় চ্যালেঞ্জ এখন তৃণমূল নেত্রীর কাছে। এই অবস্থাতেই ইস্তেহার প্রকাশ করতে চলেছেন তৃণমূল নেত্রী।

নিচুতলার কর্মীদের মতামত নিয়েই হয় ইস্তেহার
মঙ্গলবার ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ কালীঘাটে মমতা বন্দোপাধ্যায়ের বাসভবন থেকেই প্রকাশ করা হবে এই ইস্তাহার। গত কয়েকমাস ধরে এই ইস্তাহার তৈরির কাজ করেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, এই নির্বাচনী ইস্তাহার তৈরিতে মমতা বন্দোপাধ্যায় দলের নিচুতলার কর্মী থেকে সাংসদ, বিধায়ক-সহ সকলের মতামত নিয়েছেন। সেই মতামতের ভিত্তিতে তিনি একটি কমিটিও গঠন করে দিয়েছিলেন। এই কমিটিই চূড়ান্ত ইস্তাহার তৈরি করেছে। তবে মমতা বন্দোপাধ্যায় নিজেও সেই কমিটিতে ছিলেন।

মমতার ইস্তেহারে বিশেষ কিছু দিকে নজর দেবেন মমতা
ইস্তেহার তৈরির কাজ শেষ। এবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু দিকে বাড়তি নজর দিয়েছেন। তৃণমূল সূত্রে খবর, এবার ইস্তেহারে বিনামূল্যে রেশন দেওয়া, স্বাস্থ্য ও শিক্ষার মতো সমাজের সকল স্তরের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির আরও বিকাশ। এ ছাড়াও জোর দেওয়া হয়েছে শিল্প ও কর্মসংস্থানের মতো বিষয়গুলিতে। প্রত্যেকবার ইস্তেহার তৈরির ক্ষেত্রে নিচুতলার কর্মীদের মতামতকে বিশেষভাবে গুরুত্ব দেন। কারন নিচুতলার কর্মীদের কথা ভেবে নজর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইস্তহার তৈরিতে আইপ্যাকের গুরুত্ব
এই ইস্তেহার হবে মানুষের জন্যে। শুধু তাই নয়, প্রশান্ত কিশোরের টিমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও থাকবে এই ইস্তেহার তৈরিতে। কারন গত কয়েকমাস ধরে প্রশান্তের সংস্থা ‘আইপ্যাক'-এর সদস্যরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সমীক্ষা চালিয়েছিলেন। সেই সমীক্ষার ফলাফলও চূড়ান্ত ইস্তাহারে থাকছে বলে তৃণমূল সূত্রে খবর। গত বিধানসভা ভোটে দেওয়া প্রতিশ্রুতিগুলির মধ্যে কোন কোনগুলি পুরোপুরি পূরণ করা হয়েছে, কোনগুলি পূরণ করা এখনও খানিকটা বাকি আছে এবং সেগুলি মধ্যে পূরণ করা যাবে, তা-ও ইস্তাহারে বলা থাকবে বলেই তৃণমূল সূত্রের খবর।

উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর থাকবে
এবার তৃণমূলের ইস্তেহারে বিশেষ গুরুত্বপাবে উত্তরবঙ্গ। সেখানে কি কি কাজ হবে আর কি কি কাজ বাকি আছে সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা থাকবে। আগামিদিনে উত্তরবঙ্গের জন্যে কি কি কাজ সরকার করবে সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা থাকবে বলে মনে করা হচ্ছে। ইস্তাহারে গুরুত্ব পাবে গত দশ বছরে তৃণমূলের ‘উন্নয়ন'-এর বিষয়গুলি। বিশেষত, নাগরিক পরিষেবার উন্নয়নের কথা।