ভোটের মুখে উত্তর ২৪ পুরগনায় তৃণমূল কংগ্রেসে ভাঙন। দল ছাড়ার সিদ্ধান্ত উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য রঞ্জিত বিশ্বাসের। দলে থেকে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন তিনি। আজই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। যদিও রঞ্জিত বিশ্বাসের বিজেপিতে যোগদানে দলের কিছু যায় আসে না বলে প্রতিক্রিয়া স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।