আইপিএলের ক্রীড়াসূচি ঘোষণা করে দিল বিসিসিআই। ৯ এপ্রিল উদ্বোধন চেন্নাইয়ে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্লে অফ ও ফাইনাল হবে আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আইপিএল ফাইনাল ৩০ মে। লিগ পর্যায়ে ৫৬টি ম্যাচের মধ্যে চেন্নাই, মুম্বই, কলকাতা ও বেঙ্গালুরুতে হবে ১০টি করে ম্যাচ। আমেদাবাদ ও দিল্লিতে হবে ৮টি করে ম্যাচ। অর্থাৎ হায়দরাবাদ, মোহালি ও জয়পুরে কোনও খেলা হবে না। আইপিএল উদ্বোধন ও ফাইনালও মুম্বইয়ে হচ্ছে না। কোনও দল হোম ম্যাচ খেলার সুযোগ পাবে না। লিগ পর্যায়ে প্রতি দলকেই খেলতে হবে নিরপেক্ষ চারটি আলাদা স্টেডিয়ামে।
রিফ্রেশ করুন...