নয়াদিল্লি: ফের এক নয়া অফার ঘোষণা করল ডিজিটাল পেমেন্ট পরিষেবাকারী সংস্থা পেটিএম। এই অফারের আওতায় গ্রাহকরা মোবাইল রিচার্জ এবং নানান বিল পরিশোধ করলে আকর্ষণীয় নগদ সহ অন্যান্য পুরষ্কার পাবেন।

নতুন ব্যবহারকারীরা ‘৩ পে ক্যাশব্যাক অফার’ এর সুবিধা নিতে পারেন। এই অফারে ব্যবহারকারীরা প্রথম তিনটি রিচার্জে ১০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাবেন। এছাড়া ব্যবহারকারীরা প্রতি রিচার্জে ক্যাশব্যাক পাওয়ার সঙ্গে সঙ্গে লাকি বিজেতা ১০০০ টাকাও জিতে নিতে পারেন।

আরও খবর পড়ুন – মাটিতেই মিশে ৯০ শতাংশ সোনা! হাতের নাগালে পেতে হুড়োহুড়ি

এই অফারটি যে কোনও প্রিপেইড রিচার্জ এবং পোস্ট-পেইড রিচার্জের ক্ষেত্রেই প্রযোজ্য। Jio, Vi, Airtel, BSNL যে কোনও কানেকশনেই রয়েছে এই দারুণ অফার। অর্থাৎ রিচার্জ করলেই হয়তো জিতে যেতে পারেন হাজার টাকা।

শুধু রিচার্জ না, অন্য পরিষেবার বিল প্রদানের ক্ষেত্রেও ব্যবহারকারীরা ক্যাশব্যাক পাবেন। এছাড়া কোম্পানির তরফে রেফারেল প্রোগ্রামে অংশ নিয়েও টাকা কামাতে পারেন ব্যবহারকারীরা। যখন কোনও ব্যবহারকারীর পেটিএম ব্যবহার করার জন্য অন্য কাউকে লিংক পাঠাবেন, তিনি যদি সেটা গ্রহণ করেন, তবে দুজনেই ১০০ টাকা করে পাবেন।

আরও খবর পড়ুন – ফের প্রতিরক্ষা বাজেট বাড়াল চিন, কাকে ভয় পাওয়াতে চাইছে লাল দেশ

পেটিএম ব্যবহারকারীদের আরও বেশি সুবিধা দিতে ৩ ক্লিক ইনস্ট্যান্ট রিচার্জ’ এর মতো ফিচার সামনে এসেছে। এছাড়া নানান প্ল্যানের ডিসপ্লে-ও আরও ইউজার ফ্রেন্ডলি বানানো হয়েছে।

আগে পেটিএমে কেওয়াইসি না করে টাকা পাঠানো যেত না। কিন্তু গুগল পে, ফোন পে সহ একাধিক অ্যাপ চালু হওয়ায় মার্কেটে প্রতিযোগিতা বেড়েছে ফোন পে’র। ফলে তাঁরাও এমন এক পরিষেবা চালু করেছে যেখানে কেওয়াইসি না করে টাকা পাঠানো যেতে পারে। এরফলে একদিকে যেমন দারুণ ভাবে উপকৃত হয়েছেন পুরোনো ব্যবহারকারীরা, তেমনই বহু নতুন ব্যবহারকারী আকর্ষিত হয়েছেন এই অ্যাপের প্রতি।

আরও খবর পড়ুন – নিজের লাইভ লোকশন শেয়ার করতে চান? উপায় আনছে হোয়াটসঅ্যাপ

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।