সামনেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাতন পর পর রাজ্যে। তার আগে কৃষকদের মন পেতে মরিয়া মোদী সরকার। এদিকে, মোদী সরকারের কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'নরেন্দ্র মোদী এবং আমাদের সরকার কৃষকদের উন্নয়নে ব্রতী। আমরা আইন সংস্কারে রাজি, তবে তা নিয়ে কেউ যেন না বলেন, যে আমাদের আইনে গলতি ছিল। '
কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বলেছেন, কৃষকদের সঙ্গে সরকার পক্ষের আলোচনার সময়, তিনি বারবার জানিয়েছেন সংস্কারের কোন কোন পন্থা সামনে রয়েছে। তার সঙ্গেই তিনি যোগ করেন যে, আইনে সংস্কার আনা মানেই আইনে গলতি রয়েছে , এমনটা যেন না ভাবা হয়। মন্ত্রী বলেন, তিনি সংস্কারের দাবিতে সায় এই জন্যই দিয়েছিলেন কারণ, আন্দোলনের মুখ ছিলেন কৃষকরা।
এদিকে, কৃষক আন্দোলনের নেতা রাকেশ তিয়কায়েত জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আইন প্রত্যাহার হবে আন্দোলন চলবে। প্রসঙ্গত গত ২৬ নভেম্বর থেকে কৃষকদের আন্দোলন শুরু হয়। সদ্য তা ১০০ দিনে পা রেখেছে। সেই ১০০ দিন পূর্তি নিয়ে বক্তব্য রেখেই কৃষক নেতা রাকেশ তিকায়েত নিজের অবস্থান স্পষ্ট করেছেন।